ETV Bharat / state

Firhad slams Suvendu: রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা, শুভেন্দুকে নিশানা ফিরহাদের - রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা

রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এই সবটাকে তিনি ভোট ব্যাংকের রাজনীতি বলে ব্যাখ্যা করেছেন ।

Firhad Hakim
বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা নিয়ে শুভেন্দুকে নিশানা ফিরহাদের
author img

By

Published : Apr 29, 2023, 8:05 PM IST

কলকাতা, 29 এপ্রিল: বিজেপির সংখ্যালঘু মোর্চার জনসভায় পুলিশি অনুমতি না-দেওয়া নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে । শেষে আদালতের নির্দেশে শনিবার রেড রোডেই সেই সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । ছিলেন দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । আর সেই সভা প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি বললেন, "সারা দেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে । আর এখন হাস্যকরভাবে সংখ্যালঘুদের নিয়ে তিনি ধরনায় বসেছে । সবই ভোট ব্যাংক রাজনীতি ।"

ঈদের দিন রেড রোডে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখোছিলেন । সেই বক্তব্য সংখ্যালঘুদের উস্কানি দেওয়া ও বোকা বানানোর জন্য বলে দাবি করে বিজেপি । তার প্রতিবাদেই বিজেপির তরফে সংখ্যালঘু মোর্চার সভার ডাক দেওয়া হয় সেই রেড রোডেই । এ দিনের সভায় মুসলমান, শিখ, পঞ্জাবি, বৌদ্ধ, খ্রিষ্টান-সহ নানা ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সেই সভা প্রসঙ্গে বলতে গিতে ফিরহাদ হাকিম জানান, যখন শুভেন্দু তৃণমূলের সঙ্গে ছিলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যেতেন । এমনকী মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি সেখানে যান । তিনি বলেন, "পুজো থেকে বড়দিন, ঈদ থেকে অন্যান্য উৎসব ৷ আমরা রাজনীতি বাদ দিয়ে আন্তরিকভাবে এইসব উৎসব করি । বিজেপির কোনও সামাজিক ইনভল্ভমেন্ট নেই । তারা শুধু রাজনীতি করতে এসেছে । এলাকার লোকের পাশে থাকতে হয় । তারা লোকেদের পাশে নেই । তাই হঠাৎ করে মাথায় এসে বসলে হবে না ।"

ফিরহাদ হাকিম দাবি করেন, সংখ্যালঘুদের সব থেকে বেশি ক্ষতি করেছে বিজেপি । এখন দেখছে আর উপায় নেই । এখন হাত বাড়াচ্ছে । তিনি বলেন, "মানুষ এতো বোকা ? আমরা আম্বেদকরের মূর্তির নিচে বসেছিলাম সংবিধান বাঁচানোর জন্য । তারা কাকে বাঁচাতে বসেছে ? বিজেপিকে মনে রাখতে হবে, কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায় । কিন্তু সব মানুষকে সারাজীবনের জন্য বোকা বানানো যায় না । যারা ধর্মনিরপক্ষ, তারা জানে বিজেপি কী । 2024 সালে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না ।"

আরও পড়ুন: 'নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী', রেড রোডের ভাষণ নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর

কলকাতা, 29 এপ্রিল: বিজেপির সংখ্যালঘু মোর্চার জনসভায় পুলিশি অনুমতি না-দেওয়া নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে । শেষে আদালতের নির্দেশে শনিবার রেড রোডেই সেই সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । ছিলেন দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । আর সেই সভা প্রসঙ্গেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । তিনি বললেন, "সারা দেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে । আর এখন হাস্যকরভাবে সংখ্যালঘুদের নিয়ে তিনি ধরনায় বসেছে । সবই ভোট ব্যাংক রাজনীতি ।"

ঈদের দিন রেড রোডে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখোছিলেন । সেই বক্তব্য সংখ্যালঘুদের উস্কানি দেওয়া ও বোকা বানানোর জন্য বলে দাবি করে বিজেপি । তার প্রতিবাদেই বিজেপির তরফে সংখ্যালঘু মোর্চার সভার ডাক দেওয়া হয় সেই রেড রোডেই । এ দিনের সভায় মুসলমান, শিখ, পঞ্জাবি, বৌদ্ধ, খ্রিষ্টান-সহ নানা ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সেই সভা প্রসঙ্গে বলতে গিতে ফিরহাদ হাকিম জানান, যখন শুভেন্দু তৃণমূলের সঙ্গে ছিলেন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যেতেন । এমনকী মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি সেখানে যান । তিনি বলেন, "পুজো থেকে বড়দিন, ঈদ থেকে অন্যান্য উৎসব ৷ আমরা রাজনীতি বাদ দিয়ে আন্তরিকভাবে এইসব উৎসব করি । বিজেপির কোনও সামাজিক ইনভল্ভমেন্ট নেই । তারা শুধু রাজনীতি করতে এসেছে । এলাকার লোকের পাশে থাকতে হয় । তারা লোকেদের পাশে নেই । তাই হঠাৎ করে মাথায় এসে বসলে হবে না ।"

ফিরহাদ হাকিম দাবি করেন, সংখ্যালঘুদের সব থেকে বেশি ক্ষতি করেছে বিজেপি । এখন দেখছে আর উপায় নেই । এখন হাত বাড়াচ্ছে । তিনি বলেন, "মানুষ এতো বোকা ? আমরা আম্বেদকরের মূর্তির নিচে বসেছিলাম সংবিধান বাঁচানোর জন্য । তারা কাকে বাঁচাতে বসেছে ? বিজেপিকে মনে রাখতে হবে, কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায় । কিন্তু সব মানুষকে সারাজীবনের জন্য বোকা বানানো যায় না । যারা ধর্মনিরপক্ষ, তারা জানে বিজেপি কী । 2024 সালে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না ।"

আরও পড়ুন: 'নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী', রেড রোডের ভাষণ নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.