কলকাতা, 19 অগস্ট: কংগ্রেসে যোগ দেওয়ায় জামাই ইয়াসির হায়দারকে 'পরজীবী' বলে আক্রমণ শানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ শনিবারই প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে গিয়ে অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিমের জামাই ৷ এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়েই এদিন জামাইকে পরজীবী বললেন ফিরহাদ ৷
সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জেতা একমাত্র কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নিজেদের দিকে টেনেছিল তৃণমূল ৷ মনে করা হচ্ছে, এর পালটা তৃণমূলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদের ঘর ভাঙলেন অধীর চৌধুরী ৷ এদিন বিধান ভবনে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা হতে নেন ইয়াসির। এতদিন তিনি তৃণমূলে ছিলেন ৷
জামাই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেন, "আমার মনে হয় কংগ্রেস পার্টি এবার উঠে যাবে । যারা আত্মীয়স্বজন নিয়ে কারবার করে তারা দল করে না । কারও পরিচয় এমন হতে পারে না ফিরহাদ হাকিমের লোক বলে। আমি নিজে ছোট থেকে আন্দোলন করে উঠে এসেছি । আমার নিজের পরিচয় আছে । এগুলোকে পরজীবী বলে। আমার মেয়ের সঙ্গে ওর পোষাচ্ছে না । আরও অনেক ব্যাপার আছে । ব্যক্তিগত বিষয়ে প্রকাশ্যে বলতে চাই না ।"
আরও পড়ুন: অধীরের উপস্থিতিতে কংগ্রেসের হাত ধরলেন ফিরহাদের জামাই ইয়াসির
কংগ্রেসে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে এদিন তোপ দাগেন ইয়াসির হায়দার। এদিন কংগ্রেসে যোগ দিয়ে তিনি বলেন, "তৃণমূলে থাকার পরিবেশ নেই। সেখানে শুধুই তোলাবাজি চলছে । তার আরও দাবি রাজনীতি করি বলে টলিউডে যেতে পারিনি তাই টিকিট পাইনি । বিজেপিতে যায়নি কারণ মন্দির মসজিদ রাজনীতি করতে পারব না । ফিরহাদ হাকিমকে দেখেই রাজনীতিতে এসেছি ।" মনে করা হচ্ছে এরই পালটা দিলেন ফিরহাদ ৷ 2019 সাল পর্যন্ত তৃণমূল যুব শাখার রাজ্য সম্পাদক ছিলেন তিনি । পরে সেই পদ হারাতে হয় তাঁকে । মাঝে গুঞ্জন তৈরি হয়েছিল তাঁর বিজেপিতে যোগদান করা নিয়ে । এদিন সেই জল্পনার অবসান হয় ইয়াসিরের কংগ্রেসে যোগদানে ৷