কলকাতা, 26 নভেম্বর: সিঙ্গুর (Singur) থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার পরে বাংলায় শিল্পায়ন থমকে গিয়েছে বলে বারবার অভিযোগ করেন বিরোধীরা ৷ বিজেপি রাজ্যে সরকার গড়লে সেই পরিস্থিতির অবসান হবে বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ অভিনেতা থেকে বিজেপির (BJP) নেতা হয়ে যাওয়া মিঠুন জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্প আসবে ৷ সেই নিয়েই মহাগুরুকে পালটা কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷
তাঁর কটাক্ষ, ‘‘মিঠুনদার আইডিয়া সব সিনেমার মতো ।’’ তিনি বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী যখন সিপিএম (CPIM) নেতা সুভাষ চক্রবর্তীর সঙ্গে ছিলেন তখনও শিল্প আনতে পারেননি, আমাদের সাংসদ ছিলেন তখনও শিল্প আনতে পারেননি । বিজেপির সাংসদ হলেও পারবেন না । ওঁর আইডিয়া সিনেমার মতো ।’’
বিরোধীরা বরাবর অভিযোগ করে যে রাজ্যে শিল্পবন্ধ্য়া পরিস্থিতির জন্য বেকারত্ব বাড়ছে ৷ যদিও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিরোধীদের অভিযোগ প্রতিবারই উড়িয়ে দেয় ৷ গত দশ বছরে রাজ্যে যে ক’টি শিল্প সম্মেলন হয়েছে, তা তুলে ধরে বিরোধীদের পালটা জবাব দেয় বাংলার শাসক দল ৷ এদিন সেই একই কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য়ের মুখেও ৷
তিনি বলেন, ‘‘বাস্তব হল, শিল্প আনতে গেলে যে সরকার দরকার, একটা স্থায়ী সরকার । যে সরকার ধর্মঘট করতে দেয় না । 10 বছরে বিশ্বের মানুষ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারেন । তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর বিশ্বাস রেখে অনেক শিল্প এরাজ্যে আসছে । গুজরাতের বড় শিল্পপতিরাও এখানে আসছেন লগ্নি করতে । কারণ, তাঁরা জানেন লগ্নি করার পরিবেশ তৈরি হয়ে গিয়েছে এখানে ।’’
আরও পড়ুন: মিঠুনের কাছে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বাঁকুড়ার জনতা