ETV Bharat / state

Firhad Hakim: চিরকুটে চাকরি নিয়ে দলের বিপরীতে অবস্থানে ফিরহাদ - বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) । চিরকুটে চাকরি ইস্যুতে তৃণমূলের উলটো অবস্থান তাঁর গলায় ৷ 70-এর দশকে চিরকুটে চাকরি হত বলে এদিন দাবি করেন তিনি ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Mar 25, 2023, 5:21 PM IST

চাকরি দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দাবি ফিরহাদের

কলকাতা, 25 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কোণঠাসা রাজ্যের শাসক দল হাতিয়ার করেছে বাম জমানায় চিরকুটে চাকরি পাওয়ার ঘটনাকে। আর দলের সেই অবস্থানের 360 ডিগ্রি উলটো পথে গিয়ে চাকরি দুর্নীতি ইস্যুতে সিপিআইএমের সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় । এতদিন সিপিআইএম দাবি করে এসেছে তাদের আমলে চিরকুটে চাকরি হয়নি । 70-এর দশকে হত । আর এদিন ঠিক সেই উক্তি শোনা গেল ফিরহাদের মুখেও। তিনি বলেন, "চিরকুটে চাকরি হয়েছিল 70-এর দশকে । তারপর হয়নি ৷"

নিয়োগ দুর্নীতি যত তদন্ত এগোচ্ছে ততই চোখ কপালে ওঠার মত তথ্য সামনে আসছে। ওএমআর শিট দুর্নীতি থেকে একাধিক কাণ্ড সামনে আসছে একের পর এক । সামনে আসছে পৌরসভায় নিয়োগে দুর্নীতির কাণ্ডও । এই পরিস্থিতিতে তৃণমূলের ভাবমূর্তি ধরে রাখতে বাম আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে শাসকদল । কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু একের পর এক নেতা দাবি করেছেন, বাম আমলে চিরকুটে চাকরি হওয়ার কথা । এদিন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেন, তাঁর বাবা চিরকুটে চাকরি পাইয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে বলতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি সাফ জানান, বাম আমলে চিরকুটে চাকরি হয়নি । কারণ সেই সময় রিক্রুটমেন্ট রুল অনুসারে চাকরি হত । পাশাপশি উদয়ন গুহ পাগলের মত কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি । এদিন উদয়নের দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, "এটা আমার জানা নেই, তিনি কী পাগলের মত কথা বলছেন । এটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই, তার কারণ চিরকুটে কোনও দিন চাকরিতে নিয়োগ করা যায় না । অন্তত একটা আবেদন লাগে । আগে যখন সার্ভিস কমিশন বা রিক্রুটমেন্ট রুল ছিল না তখন স্কুলগুলিতে দেখেছি গভর্নিং বডি বসে শিক্ষক বাছাই করত । সেটা 70 -71 এর দশকে আমরা দেখেছি । তারপর পৌরসভায় লোকাল লোকেদের নেওয়া হত । যখন থেকে রিক্রুটেন্ট রুল তৈরি হল তারপর থেকে আর এইভাবে নিয়োগ হত না ।"

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিপিআইএমকে রাজনৈতিকভাবে শুধু নয়, সামাজিকভাবেও বয়কটের কথা বলেন শুক্রবার। তার উত্তরে শনিবার ফিরহাদ জানান, তিনি এক মত নন এই বিষয়ে। রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু মানুষ হিসেবে পাশে থাকতে হবে আপদে বিপদে। রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু মানবিকতা দিয়েই তাঁরা ভোটে জিতেছেন। সামাজিক বয়কট সিপিআইএম করে। ওটা তাদের রাজনীতি। তৃণমূলের রাজনীতি নয় বলে ফিরহাদ দাবি করেন ৷

আরও পড়ুন: তৃণমূলের নিশানায় সুজনের স্ত্রীর চাকরি, পাল্টা জবাব সিপিএম নেতার

চাকরি দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক দাবি ফিরহাদের

কলকাতা, 25 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কোণঠাসা রাজ্যের শাসক দল হাতিয়ার করেছে বাম জমানায় চিরকুটে চাকরি পাওয়ার ঘটনাকে। আর দলের সেই অবস্থানের 360 ডিগ্রি উলটো পথে গিয়ে চাকরি দুর্নীতি ইস্যুতে সিপিআইএমের সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় । এতদিন সিপিআইএম দাবি করে এসেছে তাদের আমলে চিরকুটে চাকরি হয়নি । 70-এর দশকে হত । আর এদিন ঠিক সেই উক্তি শোনা গেল ফিরহাদের মুখেও। তিনি বলেন, "চিরকুটে চাকরি হয়েছিল 70-এর দশকে । তারপর হয়নি ৷"

নিয়োগ দুর্নীতি যত তদন্ত এগোচ্ছে ততই চোখ কপালে ওঠার মত তথ্য সামনে আসছে। ওএমআর শিট দুর্নীতি থেকে একাধিক কাণ্ড সামনে আসছে একের পর এক । সামনে আসছে পৌরসভায় নিয়োগে দুর্নীতির কাণ্ডও । এই পরিস্থিতিতে তৃণমূলের ভাবমূর্তি ধরে রাখতে বাম আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে শাসকদল । কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু একের পর এক নেতা দাবি করেছেন, বাম আমলে চিরকুটে চাকরি হওয়ার কথা । এদিন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাবি করেন, তাঁর বাবা চিরকুটে চাকরি পাইয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে বলতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) । তিনি সাফ জানান, বাম আমলে চিরকুটে চাকরি হয়নি । কারণ সেই সময় রিক্রুটমেন্ট রুল অনুসারে চাকরি হত । পাশাপশি উদয়ন গুহ পাগলের মত কথা বলছেন বলেও মন্তব্য করেন তিনি । এদিন উদয়নের দাবি প্রসঙ্গে ফিরহাদ বলেন, "এটা আমার জানা নেই, তিনি কী পাগলের মত কথা বলছেন । এটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই, তার কারণ চিরকুটে কোনও দিন চাকরিতে নিয়োগ করা যায় না । অন্তত একটা আবেদন লাগে । আগে যখন সার্ভিস কমিশন বা রিক্রুটমেন্ট রুল ছিল না তখন স্কুলগুলিতে দেখেছি গভর্নিং বডি বসে শিক্ষক বাছাই করত । সেটা 70 -71 এর দশকে আমরা দেখেছি । তারপর পৌরসভায় লোকাল লোকেদের নেওয়া হত । যখন থেকে রিক্রুটেন্ট রুল তৈরি হল তারপর থেকে আর এইভাবে নিয়োগ হত না ।"

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিপিআইএমকে রাজনৈতিকভাবে শুধু নয়, সামাজিকভাবেও বয়কটের কথা বলেন শুক্রবার। তার উত্তরে শনিবার ফিরহাদ জানান, তিনি এক মত নন এই বিষয়ে। রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু মানুষ হিসেবে পাশে থাকতে হবে আপদে বিপদে। রাজনৈতিক লড়াই থাকবে, কিন্তু মানবিকতা দিয়েই তাঁরা ভোটে জিতেছেন। সামাজিক বয়কট সিপিআইএম করে। ওটা তাদের রাজনীতি। তৃণমূলের রাজনীতি নয় বলে ফিরহাদ দাবি করেন ৷

আরও পড়ুন: তৃণমূলের নিশানায় সুজনের স্ত্রীর চাকরি, পাল্টা জবাব সিপিএম নেতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.