ETV Bharat / state

কেন্দ্র পাওনা না দিলেও নিজের টাকায় গরিবদের বাড়ি তৈরি করে দেবে রাজ্য : ফিরহাদ

আয়ূষ্মান ভারত এরাজ্যে অপ্রয়োজনীয় বলে মত ফিরহাদ হাকিমের। এর পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন তিনি।

kolkata
kolkata
author img

By

Published : Dec 5, 2020, 8:25 AM IST

Updated : Dec 5, 2020, 10:05 AM IST

কলকাতা, 5 ডিসেম্বর : কেন্দ্রের সাহায্য না পেলেও রাজ্য সরকার বাড়ি তৈরি করে বণ্টন করবে ৷ গতকাল উলটোডাঙার কাছে মুরারি পুকুর রোডে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 140 জন গরিব মানুষের হাতে বাংলার বাড়ি প্রকল্পের ফ্ল্যাটের চাবি তুলে দেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মঞ্চে ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডেও ৷ এর আগে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 540 জনকে ফ্ল্যাট দেওয়া হয়৷ ফিরহাদ হাকিম বলেন, "কেন্দ্রীয় সরকার পাওনা টাকা না দিলেও রাজ্য সরকার নিজ অর্থ ব্যয় করে গরিব মানুষদের বাড়ি তৈরি করে দেবে।" পাশাপাশি তিনি অভিযোগ করেন, শুধু কেন্দ্রের অর্থের বঞ্চনাই নয়, রাজ্যপাল ও প্রধানমন্ত্রী তহবিল থেকেও কোনও সাহায্য পাচ্ছে না রাজ্যের মানুষ ৷

আরও পড়ুন :হতাশা থেকে মেজাজ হারাচ্ছেন, চিকিৎসার প্রয়োজন জ্যোতিপ্রিয়র ; কটাক্ষ বিরোধীদের

সভামঞ্চে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে সমালোচনা করেন ফিরহাদ ৷ বলেন, "আয়ূষ্মান ভারত এরাজ্যে অপ্রয়োজনীয় । রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য সাথি কার্ড দিচ্ছে । দেশের অন্যান্য রাজ্যে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হয় না । আয়ূষ্মান ভারত প্রকল্পে বলা হয়েছে কোন চিকিৎসার জন্য কত খরচ লাগবে । কিন্তু প্রধানমন্ত্রী জানেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু করেছেন । কোনও দরিদ্র অসহায় মানুষকে যদি সরকারি হাসপাতালের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয় তার জন্য স্বাস্থ্য সাথি কার্ডে পাঁচ লাখ টাকার বিমার ব্যবস্থা করেছে রাজ্য ।"

বিজেপি এরাজ্যে কোনও দিন ক্ষমতায় আসবে না, বললেন ফিরহাদ

এদিকে ক্ষমতায় এলে তৃণমূল কার্যালয় ঘিরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ দিলীপ ঘোষের সেই মন্তব্যের পালটা উত্তর দেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, "বিজেপি এরাজ্যে কোনও দিন ক্ষমতায় আসবে না। আর কোনও দিন তৃণমূলের কার্যালয় বন্ধ করা হবে না । বিজেপি যতই হুমকি দিক না কেন বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোনও দিন মুছে ফেলা যাবে না।"

কলকাতা, 5 ডিসেম্বর : কেন্দ্রের সাহায্য না পেলেও রাজ্য সরকার বাড়ি তৈরি করে বণ্টন করবে ৷ গতকাল উলটোডাঙার কাছে মুরারি পুকুর রোডে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে 140 জন গরিব মানুষের হাতে বাংলার বাড়ি প্রকল্পের ফ্ল্যাটের চাবি তুলে দেন রাজ্যের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। মঞ্চে ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডেও ৷ এর আগে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 540 জনকে ফ্ল্যাট দেওয়া হয়৷ ফিরহাদ হাকিম বলেন, "কেন্দ্রীয় সরকার পাওনা টাকা না দিলেও রাজ্য সরকার নিজ অর্থ ব্যয় করে গরিব মানুষদের বাড়ি তৈরি করে দেবে।" পাশাপাশি তিনি অভিযোগ করেন, শুধু কেন্দ্রের অর্থের বঞ্চনাই নয়, রাজ্যপাল ও প্রধানমন্ত্রী তহবিল থেকেও কোনও সাহায্য পাচ্ছে না রাজ্যের মানুষ ৷

আরও পড়ুন :হতাশা থেকে মেজাজ হারাচ্ছেন, চিকিৎসার প্রয়োজন জ্যোতিপ্রিয়র ; কটাক্ষ বিরোধীদের

সভামঞ্চে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে সমালোচনা করেন ফিরহাদ ৷ বলেন, "আয়ূষ্মান ভারত এরাজ্যে অপ্রয়োজনীয় । রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য সাথি কার্ড দিচ্ছে । দেশের অন্যান্য রাজ্যে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হয় না । আয়ূষ্মান ভারত প্রকল্পে বলা হয়েছে কোন চিকিৎসার জন্য কত খরচ লাগবে । কিন্তু প্রধানমন্ত্রী জানেন না এরাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনামূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু করেছেন । কোনও দরিদ্র অসহায় মানুষকে যদি সরকারি হাসপাতালের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয় তার জন্য স্বাস্থ্য সাথি কার্ডে পাঁচ লাখ টাকার বিমার ব্যবস্থা করেছে রাজ্য ।"

বিজেপি এরাজ্যে কোনও দিন ক্ষমতায় আসবে না, বললেন ফিরহাদ

এদিকে ক্ষমতায় এলে তৃণমূল কার্যালয় ঘিরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ দিলীপ ঘোষের সেই মন্তব্যের পালটা উত্তর দেন ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, "বিজেপি এরাজ্যে কোনও দিন ক্ষমতায় আসবে না। আর কোনও দিন তৃণমূলের কার্যালয় বন্ধ করা হবে না । বিজেপি যতই হুমকি দিক না কেন বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোনও দিন মুছে ফেলা যাবে না।"

Last Updated : Dec 5, 2020, 10:05 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.