ETV Bharat / state

Firhad Hakim: কেন্দ্রীয় টিম এলে রাতারাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ? শুভেন্দুকে ডেঙ্গু নিয়ে পালটা প্রশ্ন ফিরহাদের - Dengue

ডেঙ্গির (Dengue) সংক্রমণ ক্রমশ বাড়ছে বাংলায় ৷ কলকাতার পরিস্থিতিও উদ্বেগজনক ৷ ইতিমধ্যে ডেঙ্গি নিয়ে সেন্ট্রাল টিম পাঠানোর আবেদন জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সেই কথারই পালটা প্রশ্ন ছুড়লেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷

Firhad Hakim
ফিরহাদ হাকিম
author img

By

Published : Nov 5, 2022, 10:08 PM IST

কলকাতা, 5 নভেম্বর: 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা না-নিলে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এরাজ্যে সেন্ট্রাল টিম পাঠানোর আবেদন জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । কেন্দ্রীয় টিম এলে রাতারাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ? এরই পালটা প্রশ্ন শুভেন্দু অধিকারীকে ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

এদিন ফিরহাদ বলেন, "ডেঙ্গি (Dengue) শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা শহর কলকাতায় হচ্ছে না । ডেঙ্গি উত্তরপ্রদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে দেখা দিয়েছে । সেসব রাজ্যেও সেন্ট্রাল টিম পাঠানো হোক । শহর কলকাতায় ডেঙ্গির সংক্রমণ নতুন কোনও ঘটনা নয় । কলকাতা কর্পোরেশন রাস্তায় নেমে ডেঙ্গি প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নিয়েছে ।" এরপরেই শুভেন্দুকে পালটা প্রশ্ন ছুঁড়ে ফিরহাদ বলেন, "সেন্ট্রাল টিম এই রাজ্যে বা শহরে এসে রাতারাতি তারা ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে পারবেন কি ?" সঙ্গে তিনি এও জানান, মানুষ যতক্ষণ না-এগিয়ে আসবেন ততক্ষণ কিছু হবে না ৷ ডেঙ্গি নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদি এলেও কিছু করতে পারবেন না ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে তৃণমূলকে তোপ শুভেন্দুর

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার কথা তুলে এদিন মন্ত্রী জানান, কারও কাজ নিয়ে ক্রিটিসাইজ বা সমালোচনা করাটা সহজ । কিন্তু কাজ করাটা সহজ নয় । বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডেঙ্গি বা কোনও রোগের প্রভাব দেখা দিলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি রাস্তায় নেমে কাজ করেন?

ফিরহাদ হাকিম

তাঁর দাবি, মন্ত্রী বা মেয়র হিসাবে নয়, শহর কলকাতার মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে রাস্তায় নেমে ডেঙ্গি প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যেমন কাজ করে যাচ্ছেন, তেমনই সেই কাজ চালিয়ে যাবেন ।

আরও পড়ুন: তৃণমূল সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত

প্রসঙ্গত, ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ৷ এই নিয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি বুধবার পর্যন্ত কলকাতা পৌরনিগমকে সময় দিয়েছিলেন যে, তার মধ্যে ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না-হলে তিনি স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) সাহায্য চাইবেন ৷

কলকাতা, 5 নভেম্বর: 48 ঘণ্টার মধ্যে ব্যবস্থা না-নিলে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে এরাজ্যে সেন্ট্রাল টিম পাঠানোর আবেদন জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । কেন্দ্রীয় টিম এলে রাতারাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ? এরই পালটা প্রশ্ন শুভেন্দু অধিকারীকে ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim) ।

এদিন ফিরহাদ বলেন, "ডেঙ্গি (Dengue) শুধুমাত্র পশ্চিমবঙ্গে বা শহর কলকাতায় হচ্ছে না । ডেঙ্গি উত্তরপ্রদেশ থেকে শুরু করে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে দেখা দিয়েছে । সেসব রাজ্যেও সেন্ট্রাল টিম পাঠানো হোক । শহর কলকাতায় ডেঙ্গির সংক্রমণ নতুন কোনও ঘটনা নয় । কলকাতা কর্পোরেশন রাস্তায় নেমে ডেঙ্গি প্রতিরোধে সমস্ত ব্যবস্থা নিয়েছে ।" এরপরেই শুভেন্দুকে পালটা প্রশ্ন ছুঁড়ে ফিরহাদ বলেন, "সেন্ট্রাল টিম এই রাজ্যে বা শহরে এসে রাতারাতি তারা ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে পারবেন কি ?" সঙ্গে তিনি এও জানান, মানুষ যতক্ষণ না-এগিয়ে আসবেন ততক্ষণ কিছু হবে না ৷ ডেঙ্গি নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদি এলেও কিছু করতে পারবেন না ৷

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে তৃণমূলকে তোপ শুভেন্দুর

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার কথা তুলে এদিন মন্ত্রী জানান, কারও কাজ নিয়ে ক্রিটিসাইজ বা সমালোচনা করাটা সহজ । কিন্তু কাজ করাটা সহজ নয় । বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডেঙ্গি বা কোনও রোগের প্রভাব দেখা দিলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি রাস্তায় নেমে কাজ করেন?

ফিরহাদ হাকিম

তাঁর দাবি, মন্ত্রী বা মেয়র হিসাবে নয়, শহর কলকাতার মানুষের জীবনের সুরক্ষার স্বার্থে রাস্তায় নেমে ডেঙ্গি প্রতিরোধ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যেমন কাজ করে যাচ্ছেন, তেমনই সেই কাজ চালিয়ে যাবেন ।

আরও পড়ুন: তৃণমূল সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত

প্রসঙ্গত, ডেঙ্গি (Dengue) নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ৷ এই নিয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি বুধবার পর্যন্ত কলকাতা পৌরনিগমকে সময় দিয়েছিলেন যে, তার মধ্যে ডেঙ্গি পরিস্থিতির উন্নতি না-হলে তিনি স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) সাহায্য চাইবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.