কলকাতা, 3 জানুয়ারি: বেশ কিছুদিন ধরেই শাসকদলের প্রবীণ-নবীনের দ্বন্দ্ব চলছে ৷ তার মধ্যেই গোষ্ঠীকোন্দল মাথাব্যথার কারণ হয়ে উঠছে তৃণমূলের । সমস্যা হলে দলের সভাপতি সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে কথা বলতে পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রবীণ-নবীনের দ্বন্দ্বের মধ্যে অর্জুন সিং ও সোমনাথ শ্যামের কোন্দল চরমে উঠেছে । এদিকে তাপস রায় বেলাগাম আক্রমণ শানিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার মধ্যেই বুধবার বলাগড়ের বিধায়ক তৃণমূল প্রবীণ নেতা মনোরঞ্জন ব্যাপারী দলের একাধিক নেতাকে নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন । তাঁর এলাকায় একাধিক নেতার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন সোশাল মিডিয়ার পোস্টে পোস্টে । পাশাপশি তাঁদের বুঝে নেওয়ার হুশিয়ারি দেন। হুগলির বলাগড়ের বিধায়ক ও তৃণমূলের প্রবীণ নেতা মনোরঞ্জন ব্যাপারী কটাক্ষ করে বলেন, "কলকাতার বাবুরা কিছু করতে পারবেন না । তাঁর ক্ষোভ বার্তার শেষ লাইনে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ।"
2024 সালে লোকসভা নির্বাচন ৷ শাসকদলের কাছে বড় লড়াই ৷ এই সব গোষ্ঠী কোন্দল না করার পরামর্শ দিলেন মন্ত্রী ফিরহাদ। তিনি এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি সবাইকে অনুরোধ করব দলের যদি কোনও সমস্যা থাকে পার্টি অফিসে আছে, সুব্রত বক্সী আছেন, অভিষেক ব্যান্দ্য়োপাধ্যায় আছেন তাঁদের সঙ্গে কথা বলুন । দয়া করে স্টেটমেন্ট লড়াইয়ে যাবেন না । দল এখন খুব বড় লড়াইয়ে নামেছে সুতরাং আমদের সকলকে ঐক্যদ্ধভাবে সেই লড়াই লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ ও লড়াইয়ে আমরা আজ এই জায়গায় এসেছি। আগামী দিনে আরও বড় লড়াই করতে হবে।"
পাশপাশি দল তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ত্যাগ সেটা নষ্ট না করার আর্জি জানান মেয়র ফিরহাদ হাকিম । সকলে মিলে একসঙ্গে লড়ার কথা বলেন । সকলের একটাই নেত্রী ৷ তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারও কোনও সমস্যা থাকলে সেটা পারে সেটা সংবাদমাধ্যমে না বলে পার্টি অফিসে এসে আলোচনা করার কথাও বলেন প্রবীণ তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: