ETV Bharat / state

Fire Scare in Metro: রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক, স্বাভাবিক পরিষেবা

author img

By

Published : Aug 9, 2023, 9:15 AM IST

Updated : Aug 9, 2023, 2:27 PM IST

মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক ৷ আজ বুধবার সকালবেলায় রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক ছড়ায় ৷ কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক ৷

Etv Bharat
মেট্রোরেলের ছবি
রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক

কলকাতা, 9 অগস্ট: সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক। হঠাৎ করেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের প্রবেশদ্বারের কাছের এলাকা কালো ধোঁয়ায় ভরে যায় । স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । যাঁরা প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিলেন তাঁদের অনেকেই দ্রুত স্টেশনের বাইরে বেরিয়ে আসেন। স্টেশনের পাশেই পূর্বরেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার আছে। সেই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে মেট্রো স্টেশনের 3 নম্বর গেটে। পাশাপাশি মেট্রোর ভেতরেও ধোঁয়া প্রবেশ করতে থাকে । তবে এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়নি বলে খবর।

আরও পড়ুন : হাওড়া-জয়নগর এক্সপ্রেস ট্রেনে বিপত্তি! চালকদের পাঠানো হল মেডিক্যাল পরীক্ষায়

ঘটনাটি নজর আসার পরেই ভবানীপুর থানা এবং দমকলকে খবর দেওয়া হয় । আপাতত দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে । এখনও পর্যন্ত পাওয়া খবরে কোথাও আগুন দেখা যায়নি । রিজার্ভেশন কাউন্টার অফিসের একটি ইসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে প্রাথমিক অনুনান। আর তারপর সেখান থেকেই ধোঁয়া নির্গত হতে থাকে। দমকলের কর্মীরা কাজ চালিয়ে গেলেও আতঙ্ক রয়েছে মেট্রোযাত্রীদের মধ্যে ।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের প্রথম তলে একটি পুরনো এসি এবং তার ইলেকট্রিক্যাল তারে আগুন লেগে যায় । দমকলকর্মীরা আগুনের উৎসস্থল খুঁজে পেয়ে আগুন নেভানোর কাজ করেন। তার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘন কালো ধোঁয়ায় ভরে রয়েছে ভবনের চারদিক । তাই দমকলকর্মীরা ঘরের কাঁচের জানালা ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চালাচ্ছেন। গোটা পরিস্থিতির উপর মেট্রোর কর্তারা নজর রাখছেন। ঠিক কীভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হল তা জানার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে ধর্ষণ! নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস জিআরপির

রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক

কলকাতা, 9 অগস্ট: সকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আগুন-আতঙ্ক। হঠাৎ করেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের প্রবেশদ্বারের কাছের এলাকা কালো ধোঁয়ায় ভরে যায় । স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে । যাঁরা প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিলেন তাঁদের অনেকেই দ্রুত স্টেশনের বাইরে বেরিয়ে আসেন। স্টেশনের পাশেই পূর্বরেলের টিকিট রিজার্ভেশন কাউন্টার আছে। সেই বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে মেট্রো স্টেশনের 3 নম্বর গেটে। পাশাপাশি মেট্রোর ভেতরেও ধোঁয়া প্রবেশ করতে থাকে । তবে এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়নি বলে খবর।

আরও পড়ুন : হাওড়া-জয়নগর এক্সপ্রেস ট্রেনে বিপত্তি! চালকদের পাঠানো হল মেডিক্যাল পরীক্ষায়

ঘটনাটি নজর আসার পরেই ভবানীপুর থানা এবং দমকলকে খবর দেওয়া হয় । আপাতত দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে । এখনও পর্যন্ত পাওয়া খবরে কোথাও আগুন দেখা যায়নি । রিজার্ভেশন কাউন্টার অফিসের একটি ইসি মেশিন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে প্রাথমিক অনুনান। আর তারপর সেখান থেকেই ধোঁয়া নির্গত হতে থাকে। দমকলের কর্মীরা কাজ চালিয়ে গেলেও আতঙ্ক রয়েছে মেট্রোযাত্রীদের মধ্যে ।

দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের প্রথম তলে একটি পুরনো এসি এবং তার ইলেকট্রিক্যাল তারে আগুন লেগে যায় । দমকলকর্মীরা আগুনের উৎসস্থল খুঁজে পেয়ে আগুন নেভানোর কাজ করেন। তার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘন কালো ধোঁয়ায় ভরে রয়েছে ভবনের চারদিক । তাই দমকলকর্মীরা ঘরের কাঁচের জানালা ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চালাচ্ছেন। গোটা পরিস্থিতির উপর মেট্রোর কর্তারা নজর রাখছেন। ঠিক কীভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হল তা জানার চেষ্টা হচ্ছে।

আরও পড়ুন : চলন্ত ট্রেনে ধর্ষণ! নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস জিআরপির

Last Updated : Aug 9, 2023, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.