ETV Bharat / state

রবীন্দ্রসদন মেট্রোর আপ লাইনে আগুনের ফুলকি, ব্যাহত পরিষেবা - কলকাতা মেট্রো

আগুনের ফুলকি রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে । তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । আগুনের কারণ খতিয়ে দেখছে মেট্রো রেলের টেকনিক্যাল টিম ।

ফাইল ফোটো
author img

By

Published : Oct 28, 2019, 1:38 PM IST

Updated : Oct 28, 2019, 4:53 PM IST

কলকাতা, 28 অক্টোবর : ফের বিপত্তি মেট্রোয় । আগুনের ফুলকি দেখা গেল রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে । সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো । আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আজ বেলা 12 টা 45 মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে আগুনের ফুলকি দেখা যায় । সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন । আপ লাইন থেকে ধোঁয়াও বের হতে থাকে । তড়িঘড়ি আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । কেন এই আগুনের ফুলকি তা জানা যায়নি । খতিয়ে দেখছে মেট্রো রেলের প্রযুক্তি বিশেষজ্ঞদের দল ।

দেখুন ভিডিয়ো

এই মুহূর্তে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল করছে । অন্যদিকে সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে পরিষেবা । কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, " কলকাতা মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার একটি দল গঠন করে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।"

প্রায় দু'ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে । 2:36 নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

কলকাতা, 28 অক্টোবর : ফের বিপত্তি মেট্রোয় । আগুনের ফুলকি দেখা গেল রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে । সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো । আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে ।

আজ বেলা 12 টা 45 মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনের আপ লাইনে আগুনের ফুলকি দেখা যায় । সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় ট্রেন । আপ লাইন থেকে ধোঁয়াও বের হতে থাকে । তড়িঘড়ি আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । কেন এই আগুনের ফুলকি তা জানা যায়নি । খতিয়ে দেখছে মেট্রো রেলের প্রযুক্তি বিশেষজ্ঞদের দল ।

দেখুন ভিডিয়ো

এই মুহূর্তে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল করছে । অন্যদিকে সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে পরিষেবা । কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, " কলকাতা মেট্রোরেলের জেনেরাল ম্যানেজার একটি দল গঠন করে বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।"

প্রায় দু'ঘণ্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকে । 2:36 নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয় ।

Intro:আবার বিপত্তি ঘটল কলকাতা মেট্রো রেলে। আজ কিছু আগেই রবীন্দ্র সদন স্টেশনের আপ লাইনে হঠাৎ করে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। ধুও বেরোতে থাকে সেখান থেকে। কোচে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। Body:আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে মেট্রোরেলের টেকনিক্যাল টিম কেন এই ফুলটি দেখা গিয়েছিল সেই বিষয় ক্ষতিয়ে দেখছে।
Conclusion:এই মুহূর্তে উত্তম কুমার স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল করছে অন্যদিকে সেন্ট্রাল থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা দেওয়া হচ্ছে।
Last Updated : Oct 28, 2019, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.