কলকাতা, 12 জুন : কলুটোলা এলাকার একটি বহুতলে আগুন । বহুতলটির ব্যাগের গোডাউনে আগুন লাগে বলে জানা গেছে । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।
কলুটোলার হরিণবাড়ি এলাকায় একটি বহুতলে আগুন লাগে । ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয় স্থানীয়রা । এদিকে পুলিশ এসে এলাকা থেকে সকলকে সরিয়ে দেয় । আসে দমকলের পাঁচটি ইঞ্জিন । বৃষ্টি হওয়ার কারণে আগুন নেভাতে একটু বেগ পেতে হয় । হতাহাতের কোনও খবর নেই । ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি ।
এদিকে, ঠিক কীভাবে আগুন লাগল তা এখনই বলতে পারছে না দমকল । তাদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের জেরেই আগুন লেগেছে ।