কলকাতা, 21 নভেম্বর : পার্কস্ট্রিটের কাপড়ের দোকানে লাগল আগুন । ঘটনায় দমকলের সাতটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে । ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।
![fire brigade](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5129195_wb_fire.jpg)
আজ ভোররাতে 44 নম্বর পার্কস্ট্রিটের একটি কাপড়ের দোকানের গোডাউনে আগুন লাগে । ধোঁয়া ও কাপড় পোড়ার গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলবাহিনী । ততক্ষণে আগুন বিশাল জায়গায় ছড়িয়ে যায় । তাই আগুন নিয়ন্ত্রণে দমকলের 7 টি ইঞ্জিন ঘটনাস্থানে নিয়ে আসা হয় । প্রায় ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷
এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ওই দোকানে ।