ETV Bharat / state

সল্টলেক সেক্টর 5 -এ আগুন , ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে - সল্টলেক সেক্টর 5 - এ আগুন , ঘটনাস্থানে দমকলের 3 টি ইঞ্জিন

সল্টলেক সেক্টর 5 - এ আগুন ৷ নির্মাণকারীদের থাকার জায়গায় আগুন লাগে ৷

Fire broke out at saltlake sector 5
সল্টলেক সেক্টর 5 - এ আগুন
author img

By

Published : Oct 31, 2020, 12:28 PM IST

Updated : Oct 31, 2020, 6:16 PM IST

সল্টলেক, 31 অক্টোবর : নিয়ন্ত্রণে এল সল্টলেক সেক্টর 5 -এর আগুন ৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । এলাকায় যায় বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ ।

সল্টলেক সেক্টর 5 - এ আগুন , ঘটনাস্থানে দমকলের 3 টি ইঞ্জিন

সেক্টর-5 এর টেকনো পলিসের কাছে ওয়েবেল বিল্ডিংয়ের নির্মাণের কাজ চলছে । পাশেই নির্মাণকারীদের থাকার জায়গা ও একটি ক্যান্টিন ৷ সেখান থেকেই আগুন লাগে ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, রান্নার সরঞ্জাম থেকে আগুন লেগে থাকতে পারে ৷ অন্যদিকে শর্টসার্কিট থেকেও আগুনের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না দমকল বাহিনী ৷ তবে এই ঘটনায় ক্ষয়-ক্ষতি হলেও কোনও প্রাণহানি হয়নি ৷

যে ঘরটি পুড়ে গিয়েছে সেখানে নির্মাণ শ্রমিকরা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ দমকল খুব দ্রুত চলে আসায় আশপাশে আগুন ছড়াতে পারেনি ৷

সল্টলেক, 31 অক্টোবর : নিয়ন্ত্রণে এল সল্টলেক সেক্টর 5 -এর আগুন ৷ প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে । এলাকায় যায় বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ ।

সল্টলেক সেক্টর 5 - এ আগুন , ঘটনাস্থানে দমকলের 3 টি ইঞ্জিন

সেক্টর-5 এর টেকনো পলিসের কাছে ওয়েবেল বিল্ডিংয়ের নির্মাণের কাজ চলছে । পাশেই নির্মাণকারীদের থাকার জায়গা ও একটি ক্যান্টিন ৷ সেখান থেকেই আগুন লাগে ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে যায় ।

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, রান্নার সরঞ্জাম থেকে আগুন লেগে থাকতে পারে ৷ অন্যদিকে শর্টসার্কিট থেকেও আগুনের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না দমকল বাহিনী ৷ তবে এই ঘটনায় ক্ষয়-ক্ষতি হলেও কোনও প্রাণহানি হয়নি ৷

যে ঘরটি পুড়ে গিয়েছে সেখানে নির্মাণ শ্রমিকরা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৷ দমকল খুব দ্রুত চলে আসায় আশপাশে আগুন ছড়াতে পারেনি ৷

Last Updated : Oct 31, 2020, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.