ETV Bharat / state

কাঁকুড়গাছির বহুতলে আগুন - কাঁকুড়গাছি

সকাল ৮টা নাগাদ বহুতলের দোতলায় ফিটনেস সামগ্রীর দোকানে আগুন লাগে ৷

Fire broke out at Kankurgachi
কাঁকুড়গাছির বহুতলে আগুন
author img

By

Published : Jan 19, 2020, 11:42 AM IST

Updated : Jan 19, 2020, 12:56 PM IST

কাঁকুড়গাছি, 19 জানুয়ারি : কাঁকুড়গাছি মোড়ে একটি বহুতলে আগুন । ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন । সকাল 8 টা নাগাদ বহুতলের দোতলায় ফিটনেস সামগ্রীর দোকানে আগুন লাগে । সেখান থেকে বহুতলের অন্য অংশেও ছড়িয়ে পড়ে আগুন । শর্ট সার্কিটের জেরেই এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 8 টা নাগাদ স্থানীয়রা প্রথমে বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখে ৷ এরপর তারাই দমকলে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে দমকলের 2 টি ইঞ্জিন আসে ৷

দেখুন ভিডিয়ো

দমকল কর্মীরাই বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনে ৷ এরপর আরও 3টি ইঞ্জিন আসে ৷ প্রায় 1 ঘণ্টা 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

কাঁকুড়গাছি, 19 জানুয়ারি : কাঁকুড়গাছি মোড়ে একটি বহুতলে আগুন । ঘটনাস্থানে দমকলের পাঁচটি ইঞ্জিন । সকাল 8 টা নাগাদ বহুতলের দোতলায় ফিটনেস সামগ্রীর দোকানে আগুন লাগে । সেখান থেকে বহুতলের অন্য অংশেও ছড়িয়ে পড়ে আগুন । শর্ট সার্কিটের জেরেই এই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 8 টা নাগাদ স্থানীয়রা প্রথমে বহুতল থেকে ধোঁয়া বের হতে দেখে ৷ এরপর তারাই দমকলে খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে দমকলের 2 টি ইঞ্জিন আসে ৷

দেখুন ভিডিয়ো

দমকল কর্মীরাই বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনে ৷ এরপর আরও 3টি ইঞ্জিন আসে ৷ প্রায় 1 ঘণ্টা 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Intro:



নিউটাউন, ১৫ নভেম্বর: সিন্ডিকেটের দখল নিয়ে আবারও উত্তপ্ত নিউটাউন। সিন্ডিকেটের দখল বজায় রাখতে নিউটাউনে মরিয়া বিজেপি। পায়ের তলায় জমি বাঁচাতে তৃণমূলের পাল্টা হামলা। তৃণমূল ও বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার রাতে আহত ৭ জন তৃণমূল কর্মী। গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে । ঘটনাস্থলে রয়েছে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী।

Body:তৃণমূলের অভিযোগ, ৩০-৪০ জন বিজেপি কর্মী বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ নিউটাউনের যাত্রাগাছিতে একটি প্রজেক্টে গিয়ে কাজ বন্ধ করে দেয় ও তৃণমূলের কর্মীরা ওই প্রজেক্টে মাল ফেলতে গেলে বাধা দেয়। দুই দলের মধ্যে ঝামেলা বেঁধে যায়। মারামারিও হয় দুই দলের কর্মীদের মধ্যে। ৩ রাউন্ড গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার পাল্টা দাবী এই ঘটনা রাজনৈতিক নয়। এলাকার ছেলেরা আগে থেকেই ওখানে নির্মাণ সামগ্রী সরবরাহ করছিল। সেখানে তৃণমূল নেতা আফতাবুদ্দিনের অনুগামীরা জোর করে নির্মাণ সামগ্রী সরবরাহ করার চেষ্টা করে। এই নিয়ে বচসা ছিল। প্রমোটার মীমাংসা প্রস্তাব দেয় কিন্তু আফতাবুদ্দিনের অনুগামীরা একতরফা হামলা করে। তাতে প্রতিরোধ করতেই দুইপক্ষের হাতাহাতি পর্যন্ত গড়ায়। কিন্তু পুলিশ একতরফা বিজেপি কর্মীদের পিটিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। তৃণমূলের কারো বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়নি।

এদিন রাতের ঘটনায় ৭ জন তৃণমূলকর্মী আহত হয়েছে। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।ঘটনাস্থলে আসে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৬ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। রাতভর পুলিশ পিকেট ছিল এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত উত্তেজনা বজায় থাকে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

Conclusion:
Last Updated : Jan 19, 2020, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.