কলকাতা, 10 মে: রাজভবনের পাশেই অবস্থিত সারাফ হাউসে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বুধবার সকালে ৷ আগুনের ভয়াবহতা দেখে রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । খবর দেওয়া হয় দমকলে । দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।
ওই বহুতলের রান্নাঘর থেকে প্রথমে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের ৷ এরপর তা দ্রুত অন্য ঘরে ছড়িয়ে পড়তে থাকে । গোটা বিল্ডিংটি একটি ব্যাংকের বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা । বিল্ডিংয়ের উপরে আগুন লেগে যাওয়ার ফলে আগুনের ফুলকি ভিতর থেকে বাইরের দিকে উড়ে আসে । আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে ৷
আগুন লাগার খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন রাজ্যপাল ৷ আসেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক । তবে কী থেকে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি । দমকলের আধিকারিকরা প্রথমে ঘটনাস্থলে এসে ওই বিল্ডিংয়ের ভিতরে থাকা আবাসিকদের নিরাপদে বাইরে বের করেন । এরপরই ল্যাডারের মাধ্যমে উপরে উঠে আগুনের কাছে পৌঁছানোর চেষ্টা করেন দমকল কর্মীরা ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট এবং বউবাজার থানার পুলিশ ৷ এছাড়াও আসেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও ।
লোহার গ্রিল কেটে আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করেন দমকল কর্মীরা । মূলত প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার ফলে আগুন নিমেষেই ছড়িয়ে পড়ে । কিন্তু ওই বিল্ডিংয়ে কারওর আটকে থাকার সম্ভাবনা আর নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা । স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন সংশ্লিষ্ট বিল্ডিংটি অবৈধ । একাধিকবার তাদের নোটিশ দেওয়া সত্ত্বেও আবাসিকরা সেখানে বসবাস করা বন্ধ করেনি । প্রথমে কালো ধোঁয়া বের হলেও পরবর্তীকালে সাদা ধোঁয়া দেখে দমকল কর্মীরা একপ্রকার নিশ্চিত হন যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ।
আরও পড়ুন : জনরাজভবনের গ্রন্থাগার যেন এক অপার বিস্ময় ! ঘুরে দেখার সুযোগ পাবেন আপনিও