ETV Bharat / state

Fire in Tirreti Bazar: দমকলের 10টি ইঞ্জিন চেষ্টায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে টেরিটি বাজারের আগুন - টেরিটি বাজার

মধ্য কলকাতার টেরিটি বাজারে বিধ্বংসী আগুন লাগল । শনিবার সন্ধে 7.30 নাগাদ টেরিটি বাজারের একটি তিনতলা বাড়িতে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন (Fire in Tirreti Bazar) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 26, 2022, 8:45 PM IST

Updated : Nov 26, 2022, 10:56 PM IST

কলকাতা, 26 নভেম্বর: ফের শহরে আগুন (Fire breaks out in Tirreti Bazar) । এবার মধ্য কলকাতার টেরিটি বাজারে বিধ্বংসী আগুন লাগল । শনিবার সন্ধে 7.30 নাগাদ টেরিটি বাজারের একটি তিনতলা বাড়িতে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ।

প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও কাজ করেছে 7টি ইঞ্জিন । দমকল সূত্রের খবর, ওই বাড়িটি প্রায় একশো কুড়ি বছরের পুরনো । এদিন বাড়ির তিনতলায় প্রথমে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা । ওই বাড়ির তিনতলা ও দোতলায় থাকা পরিবারের লোকজনকে এলাকার বাসিন্দারাই প্রথমে নিরাপদে বাইরে বের করে আনেন । এলাকা ঘিঞ্জি হবার ফলে প্রথমে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসতে সমস্যা হচ্ছিল । পরে রিলে পদ্ধতিতে জল দেওয়া হয় ।

আরও পড়ুন: রিষড়ার রেল বস্তিতে আগুন, ভস্মীভূত চারটি বাড়ি ও দুটি দোকান

ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, "আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে এসেছে । কী থেকে আগুন লাগল তা তদন্ত সাপেক্ষ ব্যাপার ।" ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে । বাসিন্দাদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে । তবে দমকলকর্মীদের জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কোনও প্রমাণ তারা প্রাথমিকভাবে পাননি ।

কলকাতা, 26 নভেম্বর: ফের শহরে আগুন (Fire breaks out in Tirreti Bazar) । এবার মধ্য কলকাতার টেরিটি বাজারে বিধ্বংসী আগুন লাগল । শনিবার সন্ধে 7.30 নাগাদ টেরিটি বাজারের একটি তিনতলা বাড়িতে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ।

প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও কাজ করেছে 7টি ইঞ্জিন । দমকল সূত্রের খবর, ওই বাড়িটি প্রায় একশো কুড়ি বছরের পুরনো । এদিন বাড়ির তিনতলায় প্রথমে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা । ওই বাড়ির তিনতলা ও দোতলায় থাকা পরিবারের লোকজনকে এলাকার বাসিন্দারাই প্রথমে নিরাপদে বাইরে বের করে আনেন । এলাকা ঘিঞ্জি হবার ফলে প্রথমে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসতে সমস্যা হচ্ছিল । পরে রিলে পদ্ধতিতে জল দেওয়া হয় ।

আরও পড়ুন: রিষড়ার রেল বস্তিতে আগুন, ভস্মীভূত চারটি বাড়ি ও দুটি দোকান

ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, "আগুন পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে এসেছে । কী থেকে আগুন লাগল তা তদন্ত সাপেক্ষ ব্যাপার ।" ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে । বাসিন্দাদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই আগুন লেগেছে । তবে দমকলকর্মীদের জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কোনও প্রমাণ তারা প্রাথমিকভাবে পাননি ।

Last Updated : Nov 26, 2022, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.