কলকাতা, 22 অক্টোবর: অষ্টমীর সন্ধ্যায় রবিবার উল্টোডাঙার ক্যানাল ইস্ট রোডের একটি টিনের চালের দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৷ এদিন আগুন নেভাতে দমকল কর্মীদের কিছুটা বেগ পেতে হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলে যায় দমকলের মোট 12টি ইঞ্জিন ৷ রাত 10টা নাগাদ আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয় ৷ এদিন আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হন রবি হালদার নামে স্থানীয় এক বাসিন্দা ৷ তাঁকে চিকিৎসার জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর দেহের একাধিক স্থান পুড়ে গিয়েছে বলে খবর ৷ একজন আহত হলেও, এই আগ্নিকাণ্ডে প্রাণহানির খবর নেই ৷
জানা গিয়েছে, এদিন সন্ধ্যে 6টা 45মিনিট নাগাদ আগুনের লেলিহান শিখা দেখা যায় ওই বাড়িতে । স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটির ভিতরে 6টি সিলিন্ডার ফাটার শব্দ পেয়েছেন তাঁরা ৷ সম্ভবত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই বড় আকার ধারণ করে ওই আগুন, যা নেভাতে দমকলকর্মীদের প্রাথমিকভাবে কিছুটা সমস্যাও হয় ৷ আগুন নেভানোর জন্য এলাকায় নিয়ে যাওয়া হয় একটি হাইড্রলিক ল্যাডারও ৷ এই ঘটনায় অষ্টমীর সন্ধ্যায় আতঙ্ক ছড়ায় কলকাতা পৌরসভার অন্তর্গত 13 ও 14 নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় বাসিন্দারাও দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ ওই বাড়ি সংলগ্ন কয়েকটি গাছেও আগুন লেগে যায় বলে খবর ৷ স্থানীয়রাই প্রথমে দমকলে খবর দেন ৷ প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট হয়ে এদিন আগুন লাগে ওই বাড়িটিতে ৷
আরও পড়ুন: কুড়ুল দিয়ে কুপিয়ে মা'কে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে
এদিন প্রথমে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভাতে আসে ৷ পরে দমকলের আরও কয়েকটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে আনা হয় ৷ সবমিলিয়ে 12টি ইঞ্জিনকে এই আগুন নেভানোর কাজ করে ৷ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয় ৷ আগুন নিয়ন্ত্রণে এসে গেলেও পকেট ফায়ারগুলিতে আগুন নেভাতে বেশকিছুক্ষণ সময় লাগে দমকলকর্মীদের ৷ তবে অষ্টমীর সন্ধ্যায় জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ দমকলকর্মীরাও তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান ৷