চিৎপুর, ২ মার্চ : চিৎপুরের প্রিন্টিং সামগ্রী বোঝাই গোডাউনে আগুন। আজ সকাল আটটা নাগাদ আগুন লাগে। দমকলের ৬টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোডাউনে বিপুল পরিমাণ প্রিন্টিংয়ের সামগ্রী মজুত ছিল। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনাস্থানে দমকলের ছ'টি ইঞ্জিন পৌঁছায়। খবর পেয়ে চিৎপুর থানার পুলিশও ঘটনাস্থানে আসে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। গোডাউনের মালিককেও খবর দেওয়া হয়।
বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। তবে হতাহতের কোনও খবর নেই। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।