ETV Bharat / state

Fire at SSKM: এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে - এসএসকেএম হাসপাতাল

জরুরি বিভাগে সিটি স্ক্যান ল্যাবে আগুন লাগে ৷ শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান ৷ অন্যদিকে দমকল সূত্রের খবর, সেন্ট্রাল ল্যাবরেটরির রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয়তো আগুন লেগেছে (Fire breaks out at SSKM Hospital in Kolkata) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 17, 2022, 11:10 PM IST

Updated : Nov 18, 2022, 9:34 AM IST

কলকাতা, 17 নভেম্বর: এসএসকেএম (IPGME&R and SSKM Hospital) হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে আগুন । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 9টি ইঞ্জিন । বৃহস্পতিবার রাত 10টা নাগাদ শহরের অন্যতম ব্যস্ত হাসপাতালে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস (Fire breaks out at SSKM Hospital ) ।

আগুনের ভয়াবহতায় রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় । জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দোতলায় বিধ্বংসী আগুন লাগে । তবে আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি । শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান ৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলছে । ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন । এসএসকেএম হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে, রোগী এবং রোগীর পরিজনরা প্রত্যেকে সুস্থ রয়েছেন । দ্রুতই ইমারজেন্সি ওয়ার্ড খালি করে দেওয়া হয় ।

আরও পড়ুন: কলকাতা মেডিকেলের CCU-তে আচমকা আগুনের ফুলকি-ধোঁয়া, রক্ষা পেলেন রোগীরা

এদিন দশটা নাগাদ আচমকাই আগুন লাগে ইমারজেন্সি বিল্ডিংয়ের দোতলায় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন । আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে আসে অতিরিক্ত 3টি ইঞ্জিন । দমকল সূত্রের খবর, সেন্ট্রাল ল্যাবরেটরির রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয়তো আগুন লেগেছে ।

কলকাতা, 17 নভেম্বর: এসএসকেএম (IPGME&R and SSKM Hospital) হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে আগুন । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 9টি ইঞ্জিন । বৃহস্পতিবার রাত 10টা নাগাদ শহরের অন্যতম ব্যস্ত হাসপাতালে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস (Fire breaks out at SSKM Hospital ) ।

আগুনের ভয়াবহতায় রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় । জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দোতলায় বিধ্বংসী আগুন লাগে । তবে আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি । শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান ৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলছে । ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন । এসএসকেএম হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে, রোগী এবং রোগীর পরিজনরা প্রত্যেকে সুস্থ রয়েছেন । দ্রুতই ইমারজেন্সি ওয়ার্ড খালি করে দেওয়া হয় ।

আরও পড়ুন: কলকাতা মেডিকেলের CCU-তে আচমকা আগুনের ফুলকি-ধোঁয়া, রক্ষা পেলেন রোগীরা

এদিন দশটা নাগাদ আচমকাই আগুন লাগে ইমারজেন্সি বিল্ডিংয়ের দোতলায় । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের 7টি ইঞ্জিন । আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে আসে অতিরিক্ত 3টি ইঞ্জিন । দমকল সূত্রের খবর, সেন্ট্রাল ল্যাবরেটরির রাসায়নিক বিক্রিয়ার ফলেই হয়তো আগুন লেগেছে ।

Last Updated : Nov 18, 2022, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.