কলকাতা, 26 এপ্রিল : এক্সাইড মোড়ের কাছে বহুতলের চারতলায় আগুন । 12টি ইঞ্জিন প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । আগুনের জেরে হতাহতের ঘটনা না ঘটলেও বহুতলের একাংশ ভেঙে পড়েছে ।
ওই বহুতলে একাধিক অফিসও রয়েছে । আজ সকাল 9.20 নাগাদ অফিস খোলার আগেই আগুন লাগে । বেশিরভাগ কর্মী তখনও অফিসে পৌঁছাননি । খবর পেয়ে কলকাতা পুলিশের রেসকিউ টিম ঘটনাস্থানে পৌঁছায় । পৌঁছায় দমকলও । প্রথমে 6টা ইঞ্জিন আসে । পরে আরও 6টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ওই বহুতলের উপরে 4 সদস্যের একটি পরিবার থাকত । পুলিশ তাদের উদ্ধার করেছে ।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় তিনি পুলিশ ও দমকলকর্মীদের ধন্যবাদ জানান । দ্রুত আগুন নিভেছে, দমকল ও পুলিশকে ধন্যবাদ : ফিরহাদ