ETV Bharat / state

নারকেলডাঙা থানার পাশে বস্তিতে আগুন - নারকেলডাঙা থানার পাশের বস্তিতে আগুন

নারকেল ডাঙা থানার পাশের বস্তিতে আগুন । দমকলের ছ'টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ।

image
বস্তিতে আগুন
author img

By

Published : Apr 9, 2020, 10:17 PM IST

Updated : Apr 10, 2020, 7:01 AM IST

কলকাতা, 9 এপ্রিল : নারকেল ডাঙা থানার পাশে বস্তিতে আগুন । ঘটনাস্থানে দমকলের ছ'টি ইঞ্জিন। দু'ঘণ্টা পেরিয়ে গেছে । তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন ।

স্থানীয় ও দমকল সূত্রে খবর, রাত 9টা 40 মিনিট নাগাদ হঠাৎই ওই বস্তিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে বস্তির বেশ কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে আগুন । স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি । খবর দেওয়া হয় দমকলে । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন। পাশে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায় । পরপর ফাটছে টায়ার । দুঘণ্টা পেরিয়ে গেছে । কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন । খবর দেওয়া হয় ডিজা়স্টার ম‍্যানেজমেন্ট গ্রুপকেও । ঘটনাস্থানে রয়েছে নারকেলডাঙা থানার পুলিশ ।

এখনও পর্যন্ত আগুনে কারও আটকে পড়ার খবর নেই। তবে, কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

কলকাতা, 9 এপ্রিল : নারকেল ডাঙা থানার পাশে বস্তিতে আগুন । ঘটনাস্থানে দমকলের ছ'টি ইঞ্জিন। দু'ঘণ্টা পেরিয়ে গেছে । তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন ।

স্থানীয় ও দমকল সূত্রে খবর, রাত 9টা 40 মিনিট নাগাদ হঠাৎই ওই বস্তিতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে বস্তির বেশ কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে আগুন । স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি । খবর দেওয়া হয় দমকলে । তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন। পাশে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায় । পরপর ফাটছে টায়ার । দুঘণ্টা পেরিয়ে গেছে । কিন্তু এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন । খবর দেওয়া হয় ডিজা়স্টার ম‍্যানেজমেন্ট গ্রুপকেও । ঘটনাস্থানে রয়েছে নারকেলডাঙা থানার পুলিশ ।

এখনও পর্যন্ত আগুনে কারও আটকে পড়ার খবর নেই। তবে, কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Apr 10, 2020, 7:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.