ETV Bharat / state

নোনাপুকুরে বহুতলে আগুন, আটক বাসিন্দাদের উদ্ধার করল দমকল - দমকল মন্ত্রী সুজিত বসু

Fire at Multi-story Building at Nonapukur: নোনাপুকুরে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনায় বহুতলে আটকে পড়া বাসিন্দাদের মই দিয়ে নামিয়ে আনল দমকল ৷ ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 7:20 PM IST

Updated : Dec 17, 2023, 8:44 PM IST

নোনাপুকুরে বহুতলের তিনতলায় রবিবার সন্ধেয় আগুন

কলকাতা, 17 ডিসেম্বর: শহরে ফের অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় নোনাপুকর এলাকায় একটি বহুতলে আগুন লাগে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷ বহুতলের তিন তলা ফ্ল্যাটে আগুন লাগে । একটি ঘরে আটকে পড়েন পাঁচ আবাসিক । খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ দমকল কর্মীরা লোহার মই দিয়ে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করে ৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’টি শিশু ছিল ৷ হাওয়ার কারণে, আগুন আশেপাশের ফ্ল্যাটেও ছড়িয়ে পড়ে ৷ কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে ৷

পুরনো বাড়ির বৈদ্যুৎতিক সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান ৷ দমকলের তরফে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত করেই, আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব হবে ৷ আগুন নেভানোর পাশাপাশি, কুলিংয়ের কাজও সমানভাবে করা হচ্ছে ৷ পুরনো বাড়ি হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাইছে না দমকল ৷ পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ৷ আগুনের গ্রাসে থাকা বহুতল ও তার আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷

স্থানীয়দের বক্তব্য, বিকেলের পর হঠাৎই ওই বহুতলের তিনতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ এর কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে তিনতলার ঘর ৷ আগুনের শিখা বেরতে দেখা যায় ৷ এর পরেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ৷ মনে করা হচ্ছে, বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ ছিল সেটি ৷ ঘটনার পর থেকেই বহুতল ও তার আশেপাশের বাসিন্দারা আতংকে রয়েছেন ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নোনাপুকুরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ জানিয়েছেন, প্রথমের দিকে কয়েকটি ইঞ্জিন এলেও, আগুন আশেপাশের ফ্ল্যাটে ছড়িয়ে পড়তেই আরও ইঞ্জিন আনা হয় ৷ আপাতত পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷ বহুতলে আটকে পড়া পাঁচজনকে দমকল উদ্ধার করেছে ৷ প্রয়োজন পড়লে আরও ইঞ্জিন আনা হবে আগুন নেভানোর ও কুলিংয়ের কাজের জন্য ৷

আরও পড়ুন:

  1. 'ঘর ছেড়ে দিতে হবে', কর্পোরেশনের উচ্ছেদ-নোটিশ ঘিরে উত্তপ্ত হাতিবাগান
  2. কপিলমুনি মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি বাড়ি
  3. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে

নোনাপুকুরে বহুতলের তিনতলায় রবিবার সন্ধেয় আগুন

কলকাতা, 17 ডিসেম্বর: শহরে ফের অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় নোনাপুকর এলাকায় একটি বহুতলে আগুন লাগে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷ বহুতলের তিন তলা ফ্ল্যাটে আগুন লাগে । একটি ঘরে আটকে পড়েন পাঁচ আবাসিক । খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ দমকল কর্মীরা লোহার মই দিয়ে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করে ৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’টি শিশু ছিল ৷ হাওয়ার কারণে, আগুন আশেপাশের ফ্ল্যাটেও ছড়িয়ে পড়ে ৷ কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে ৷

পুরনো বাড়ির বৈদ্যুৎতিক সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান ৷ দমকলের তরফে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত করেই, আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব হবে ৷ আগুন নেভানোর পাশাপাশি, কুলিংয়ের কাজও সমানভাবে করা হচ্ছে ৷ পুরনো বাড়ি হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাইছে না দমকল ৷ পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ৷ আগুনের গ্রাসে থাকা বহুতল ও তার আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷

স্থানীয়দের বক্তব্য, বিকেলের পর হঠাৎই ওই বহুতলের তিনতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ এর কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে তিনতলার ঘর ৷ আগুনের শিখা বেরতে দেখা যায় ৷ এর পরেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ৷ মনে করা হচ্ছে, বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ ছিল সেটি ৷ ঘটনার পর থেকেই বহুতল ও তার আশেপাশের বাসিন্দারা আতংকে রয়েছেন ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নোনাপুকুরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ জানিয়েছেন, প্রথমের দিকে কয়েকটি ইঞ্জিন এলেও, আগুন আশেপাশের ফ্ল্যাটে ছড়িয়ে পড়তেই আরও ইঞ্জিন আনা হয় ৷ আপাতত পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷ বহুতলে আটকে পড়া পাঁচজনকে দমকল উদ্ধার করেছে ৷ প্রয়োজন পড়লে আরও ইঞ্জিন আনা হবে আগুন নেভানোর ও কুলিংয়ের কাজের জন্য ৷

আরও পড়ুন:

  1. 'ঘর ছেড়ে দিতে হবে', কর্পোরেশনের উচ্ছেদ-নোটিশ ঘিরে উত্তপ্ত হাতিবাগান
  2. কপিলমুনি মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি বাড়ি
  3. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
Last Updated : Dec 17, 2023, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.