ETV Bharat / state

কবিরাজ বাগানে কারখানায় আগুন, পরে নিয়ন্ত্রণে - kolkata fire

সকাল সাড়ে ছটা নাগাদ মানিকতলা এলাকার কবিরাজ বাগানের একটি চালুনি কারখানায় আগুন লাগে । স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন । খবর দেওয়া হয় দমকলকে ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 2, 2020, 1:52 PM IST

কলকাতা, 2 নভেম্বর: ফের আগুন কলকাতায় । ঘটনায় ভষ্মীভূত একটি চালুনি কারখানা । হতাহতের কোনও খবর নেই ।

সকাল সাড়ে ছটা নাগাদ মানিকতলা এলাকার কবিরাজ বাগানের একটি চালুনি কারখানায় আগুন লাগে । স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন । খবর দেওয়া হয় দমকলকে । ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে কারখানার টালির চাল । আশঙ্কা তৈরি হয় আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার । ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন । কিন্তু প্রথমে দমকলের ওই কারখানা পর্যন্ত পৌঁছাতে সমস্যা তৈরি হয় । কারণ অপরিসর রাস্তা । মূলত কবিরাজ বাগানের বস্তির মধ্যেই এই কারখানাটি ছিল ।

কবিরাজ বাগানে চালুনি কারখানায় আগুন

স্থানীয়রা বলেন, সাতসকালে আগুন লাগার জন্যই এড়ানো গেছে বড় দুর্ঘটনা । এমনিতে দিনের বেলায় বেশ কয়েকজন ওই কারখানায় কাজ করেন । কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ । দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে ।

কলকাতা, 2 নভেম্বর: ফের আগুন কলকাতায় । ঘটনায় ভষ্মীভূত একটি চালুনি কারখানা । হতাহতের কোনও খবর নেই ।

সকাল সাড়ে ছটা নাগাদ মানিকতলা এলাকার কবিরাজ বাগানের একটি চালুনি কারখানায় আগুন লাগে । স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন । খবর দেওয়া হয় দমকলকে । ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে কারখানার টালির চাল । আশঙ্কা তৈরি হয় আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার । ঘটনাস্থানে আসে দমকলের চারটি ইঞ্জিন । কিন্তু প্রথমে দমকলের ওই কারখানা পর্যন্ত পৌঁছাতে সমস্যা তৈরি হয় । কারণ অপরিসর রাস্তা । মূলত কবিরাজ বাগানের বস্তির মধ্যেই এই কারখানাটি ছিল ।

কবিরাজ বাগানে চালুনি কারখানায় আগুন

স্থানীয়রা বলেন, সাতসকালে আগুন লাগার জন্যই এড়ানো গেছে বড় দুর্ঘটনা । এমনিতে দিনের বেলায় বেশ কয়েকজন ওই কারখানায় কাজ করেন । কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ । দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.