ETV Bharat / state

Fire at Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, দমকলের 5 ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন লাগার জেরে হাসপাতালে পরিষেবা ব্যহত হয়নি বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হতাহতেরও কোনও খবর নেই ৷ যে মুহূর্তে আগুন লাগে সেই সময় ওই বিভাগে কেউ ছিলেন না বলেও জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 7:30 PM IST

Updated : Nov 13, 2023, 8:48 PM IST

কলকাতা, 13 নভেম্বর: অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে মেডিক্য়াল কলেজের হেমাটোলজি বিভাগে। চার তলার হেমাটোলজি বিভাগের একটি ল্যাবরেটরিতে মূলত আগুন লাগে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ প্রায় ঘন্টাখানেকের চেষ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

যদিও আগুন লাগার জেরে হাসপাতালে পরিষেবা ব্যহত হয়নি বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হতাহতেরও কোনও খবর নেই ৷ যে মুহূর্তে আগুন লাগে সেই সময় ওই বিভাগে কেউ ছিলেন না বলেও জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। সেখানে গবেষণাগার থাকায় অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। তাই সেগুলির সবটা পরীক্ষা করে দেখা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং অন্যান্য যে ব্যবস্থা রয়েছে আগুন নেভানোর তাও দেখা হচ্ছে বলে খবর ৷

অন্যদিকে, আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিংহ। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছিল। সেখানে সেই সময় কেউ ছিলেন না। তাই রোগীদের আলাদা করে সরানোর প্রয়োজন হয়নি। আগুন ঘণ্টাখানেকের মধ্যেই নিয়ন্ত্রণে এসে য়ায় বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় ভরদুপুরে আগুন লেগে গিয়েছিল হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকের ফার্স্ট ফ্লোরের সার্ভার রুমে। ওই ব্লকেও সেই সময় অবশ্য কোনও রোগী ছিলেন না। তবে নীচের তলাতেই সিসিইউ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সম্পূর্ণ বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল দমকল।

আরও পড়ুন:

  1. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  2. আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ, এনসিবির জালে দুই বিদেশি নাগরিক

কলকাতা, 13 নভেম্বর: অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে মেডিক্য়াল কলেজের হেমাটোলজি বিভাগে। চার তলার হেমাটোলজি বিভাগের একটি ল্যাবরেটরিতে মূলত আগুন লাগে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ প্রায় ঘন্টাখানেকের চেষ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

যদিও আগুন লাগার জেরে হাসপাতালে পরিষেবা ব্যহত হয়নি বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হতাহতেরও কোনও খবর নেই ৷ যে মুহূর্তে আগুন লাগে সেই সময় ওই বিভাগে কেউ ছিলেন না বলেও জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। সেখানে গবেষণাগার থাকায় অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। তাই সেগুলির সবটা পরীক্ষা করে দেখা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং অন্যান্য যে ব্যবস্থা রয়েছে আগুন নেভানোর তাও দেখা হচ্ছে বলে খবর ৷

অন্যদিকে, আগুন লাগার পরই ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিংহ। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী জানিয়েছেন, হাসপাতালের ল্যাবে আগুন লেগেছিল। সেখানে সেই সময় কেউ ছিলেন না। তাই রোগীদের আলাদা করে সরানোর প্রয়োজন হয়নি। আগুন ঘণ্টাখানেকের মধ্যেই নিয়ন্ত্রণে এসে য়ায় বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই সময় ভরদুপুরে আগুন লেগে গিয়েছিল হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকের ফার্স্ট ফ্লোরের সার্ভার রুমে। ওই ব্লকেও সেই সময় অবশ্য কোনও রোগী ছিলেন না। তবে নীচের তলাতেই সিসিইউ থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সম্পূর্ণ বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল দমকল।

আরও পড়ুন:

  1. জোড়া খুনে অগ্নিগর্ভ জয়নগর, সিপিএম সমর্থকদের বাড়ি জ্বালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  2. আন্তর্জাতিক মাদক পাচারচক্রের হদিশ, এনসিবির জালে দুই বিদেশি নাগরিক
Last Updated : Nov 13, 2023, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.