কলকাতা, 30 জানুয়ারি : দিল্লির ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের পর পরই সজাগ ছিল কলকাতা পুলিশ । বিস্ফোরণের ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার ইডেন গার্ডেন্স এলাকা থেকে উদ্ধার হল ব্যাপক আগ্নেয়াস্ত্র ।
ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানান, গোপন সূত্রে খবর পেয়েই গুন্ডা দমন শাখার আধিকারিকরা কলকাতার ইডেন গার্ডেন্সের কাছ থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করে । ধৃতদের নাম আব্দুল সেলিম, ইয়াসমিন বেগম এবং শাহরুখ মিস্ত্রি । এদের মধ্যে দুজনের বাড়ি উত্তর 24 পরগনার হাসনাবাদে । বাকি একজন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা । কীভাবে এই আগ্নেয়াস্ত্র কলকাতায় এল, তা জানার চেষ্টা চালাচ্ছে গোয়েন্দারা । পাশাপাশি গতকালই দিল্লির ইজরাইল দূতাবাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এই ঘটনার পরই তৎপর ছিল কলকাতা পুলিশ ।
আরও পড়ুন : ইজ়রায়েলের দূতাবাসে বিস্ফোরণ ঘটনার সিসিটিভি ফুটেজে 2 সন্দেহভাজন
তাহলে কি অভিযুক্তদের কলকাতাতেও বিস্ফোরণের কোন উদ্দেশ্য ছিল? নাকি এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য এই আগ্নেয়াস্ত্র তারা কলকাতা এনেছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইবে লালবাজারের গোয়েন্দারা ।