ETV Bharat / state

Presidency Jail Super: পার্থর আংটি-কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে এফআইআর

এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে এফআইআর দায়ের হল হেস্টিংস থানায় ৷ পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে সংশোধনাগারের ভিতরে আংটি থাকার মামলায় এই এফআইআর দায়ের হয়েছে ৷ ডিজি কারা বিভাগ এই অভিযোগ দায়ের করেছেন ৷

FIR Against Presidency Jail Super ETV BHARAT
FIR Against Presidency Jail Super
author img

By

Published : Jul 1, 2023, 8:39 PM IST

কলকাতা, 1 জুলাই: প্রেসিডেন্সি সংশোধনাগরের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে দক্ষিণ কলকাতার হেস্টিংস থানায় এফআইআর দায়ের করলেন ডিআইজি (কারা)। সংশোধনাগার সূত্রের খবর, মূলত পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি-কাণ্ডে এই এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধি 83 নম্বর কারেকশনাল সার্ভিস আইনে সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ প্রশাসন সূত্রের খবর, আদালতের নির্দেশের পর সংশোধনাগার কর্তৃপক্ষের তরফ থেকে সেখানকার চিকিৎসকের বয়ান নেওয়া হয়েছিল ৷ পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি-কাণ্ডে কর্তব্যের গাফিলতের অভিযোগ আনা হয়েছে দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ৷ আদালতের নির্দেশেই এই এফআইআর দায়ের করা হয়েছে সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গতবছর 23 জুলাই গ্রেফতার করেছিল ইডি ৷ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় 20 কোটি টাকা, প্রচুর জমির দলিল ও সোনা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ যে ঘটনার প্রায় 1 বছর পার হতে চলল ৷ কিন্তু, গ্রেফতারির পর জেলে থাকা অবস্থায় বিচারাধীন বন্দি পার্থর আঙুলে একটি আংটি থাকাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে আংটি খুলে ফেলা হয় ৷

আরও পড়ুন: কলকাতায় এখন দুটি কাকু, এক পার্থ ও অন্যজন কালীঘাটের কাকু; অর্পিতার মামলায় দাবি ইডির

তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে চুপ থাকেনি ৷ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী প্রশ্ন তোলেন, ‘‘কীভাবে সংশোধনাগারে থাকা একজন আবাসিক বিশেষ সুযোগ-সুবিধা পেতে পারেন ? তাঁর হাতে কীভাবে একটি আংটি থাকতে পারে ?’’ এই বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন ইডি-র আইনজীবী ৷ বিষয়টি আদালতের সামনেও আনেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ওই আংটি সরে যায় ৷

আরও পড়ুন: হাত নেড়ে বুঝিয়ে দিলেন আর কোনও আংটি নেই, প্রভাবশালী তকমা ঘোচাতে উদ্যোগী পার্থ

যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয় ৷ আদালতের দৃষ্টিতে আসতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হাত থেকে আংটি খুলে গেল ! কিন্তু, সেটি কোথায় ? যা নিয়ে দীর্ঘ টালবাহানার পর পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আদালতে জানানো হয়, তাঁর শরীরের ওজন কমে যাওয়ার ফলেই আপনা-আপনি ওই আংটিটি খুলে গিয়েছে ৷ আর তাঁর হাতে যে আংটি নেই, সেটি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন পার্থ নিজেই ৷ তাঁকে আদালতে পেশ করার সময় আংটি থাকা হাত সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন ৷ সেই সময় বলা হয়, পার্থ নিজের আঙুলে যে আংটি নেই সেটি স্পষ্ট করতে চেয়েছিলেন ৷ কিন্তু, তাতেও রেহাই পেলেন না প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ৷

কলকাতা, 1 জুলাই: প্রেসিডেন্সি সংশোধনাগরের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে দক্ষিণ কলকাতার হেস্টিংস থানায় এফআইআর দায়ের করলেন ডিআইজি (কারা)। সংশোধনাগার সূত্রের খবর, মূলত পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি-কাণ্ডে এই এফআইআর দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধি 83 নম্বর কারেকশনাল সার্ভিস আইনে সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

পুলিশ প্রশাসন সূত্রের খবর, আদালতের নির্দেশের পর সংশোধনাগার কর্তৃপক্ষের তরফ থেকে সেখানকার চিকিৎসকের বয়ান নেওয়া হয়েছিল ৷ পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি-কাণ্ডে কর্তব্যের গাফিলতের অভিযোগ আনা হয়েছে দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে ৷ আদালতের নির্দেশেই এই এফআইআর দায়ের করা হয়েছে সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গতবছর 23 জুলাই গ্রেফতার করেছিল ইডি ৷ পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় 20 কোটি টাকা, প্রচুর জমির দলিল ও সোনা বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ যে ঘটনার প্রায় 1 বছর পার হতে চলল ৷ কিন্তু, গ্রেফতারির পর জেলে থাকা অবস্থায় বিচারাধীন বন্দি পার্থর আঙুলে একটি আংটি থাকাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে আংটি খুলে ফেলা হয় ৷

আরও পড়ুন: কলকাতায় এখন দুটি কাকু, এক পার্থ ও অন্যজন কালীঘাটের কাকু; অর্পিতার মামলায় দাবি ইডির

তবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে চুপ থাকেনি ৷ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী প্রশ্ন তোলেন, ‘‘কীভাবে সংশোধনাগারে থাকা একজন আবাসিক বিশেষ সুযোগ-সুবিধা পেতে পারেন ? তাঁর হাতে কীভাবে একটি আংটি থাকতে পারে ?’’ এই বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন ইডি-র আইনজীবী ৷ বিষয়টি আদালতের সামনেও আনেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ওই আংটি সরে যায় ৷

আরও পড়ুন: হাত নেড়ে বুঝিয়ে দিলেন আর কোনও আংটি নেই, প্রভাবশালী তকমা ঘোচাতে উদ্যোগী পার্থ

যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয় ৷ আদালতের দৃষ্টিতে আসতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর হাত থেকে আংটি খুলে গেল ! কিন্তু, সেটি কোথায় ? যা নিয়ে দীর্ঘ টালবাহানার পর পার্থ চট্টোপাধ্যায়ের তরফে আদালতে জানানো হয়, তাঁর শরীরের ওজন কমে যাওয়ার ফলেই আপনা-আপনি ওই আংটিটি খুলে গিয়েছে ৷ আর তাঁর হাতে যে আংটি নেই, সেটি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন পার্থ নিজেই ৷ তাঁকে আদালতে পেশ করার সময় আংটি থাকা হাত সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন ৷ সেই সময় বলা হয়, পার্থ নিজের আঙুলে যে আংটি নেই সেটি স্পষ্ট করতে চেয়েছিলেন ৷ কিন্তু, তাতেও রেহাই পেলেন না প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.