ETV Bharat / state

Nawsad Siddique: নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

মহিলার অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন নওশাদ সিদ্দিকী। নির্যাতিতা মহিলা টিএমসি নেতা সব্যসাচী দত্তকে নিয়ে নিউটাউন থানায় আইএসএফ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Etv Bharat
নওশাদ সিদ্দিকী
author img

By

Published : Jul 5, 2023, 5:05 PM IST

Updated : Jul 5, 2023, 7:29 PM IST

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

কলকাতা, 5 জুলাই: ফের নওশাদের বিরুদ্ধে অভিযোগ ৷ পঞ্চায়েত ভোটের আগে এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে নিউটাউন থানায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে নিউটাউন থানায় এসে এক মহিলা আইএসফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি, দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ৷ উল্লেখযোগ্যাভাবে, ওইদিন নির্যাতিতা মহিলাকে নিউটাউন থানায় নিয়ে এসেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউ টাউন থানাতেই অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উল্লেখ্য, এর আগে তৃণমূলের বৈঠকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় সব্যসাচী দত্তকে ৷ আর সব্যসাচী দায়িত্ব নেওয়ার পরই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে এমন এক অভিযোগ দায়ের হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ সব্যসাচী দত্ত অবশ্য জানান, নির্যাতিতা মহিলা তাদের গোটা ঘটনা জানিয়েছিলেন ৷ এরপরই পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: মনোনয়নের দিনগুলিতে ভাঙড় থানা ও বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

এদিন দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচী দত্তের সঙ্গেই নিউটাউন থানায় আসেন নির্যাতিতা ওই মহিলা। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক মামলা দায়ের হয়েছে নওশাদের বিরুদ্ধে ৷ 42 দিন আইএসএফ বিধায়ককে জেলেও রাখা হয়েছিল ৷ এরপর ভাঙড়ে মনোনয়ন পর্ব ঘিরে অশান্তি এবং হিংসার ঘটনায় নওশাদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে পুলিশ ৷ যদিও এ বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, "আমার নামে অভিযোগ করছেন আর সঙ্গে ছিল তৃণমূলের নেতা ৷ এটা দিনের আলোর মতো স্পষ্ট এর পিছনে কী ষড়যন্ত্র রয়েছে ৷ আমার সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলে এসব করছে ৷ তবে এখনই এবিষয়ে কোনও মন্তব্য করব না ৷ আমার কাছে নোটিশ এলে আমি যা বলার বলব ৷"

নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ

কলকাতা, 5 জুলাই: ফের নওশাদের বিরুদ্ধে অভিযোগ ৷ পঞ্চায়েত ভোটের আগে এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে নিউটাউন থানায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে নিউটাউন থানায় এসে এক মহিলা আইএসফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মহিলার দাবি, দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ৷ উল্লেখযোগ্যাভাবে, ওইদিন নির্যাতিতা মহিলাকে নিউটাউন থানায় নিয়ে এসেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউ টাউন থানাতেই অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

উল্লেখ্য, এর আগে তৃণমূলের বৈঠকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয় সব্যসাচী দত্তকে ৷ আর সব্যসাচী দায়িত্ব নেওয়ার পরই ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে এমন এক অভিযোগ দায়ের হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷ সব্যসাচী দত্ত অবশ্য জানান, নির্যাতিতা মহিলা তাদের গোটা ঘটনা জানিয়েছিলেন ৷ এরপরই পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: মনোনয়নের দিনগুলিতে ভাঙড় থানা ও বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

এদিন দুপুরে নিজের ভাইকে নিয়ে সব্যসাচী দত্তের সঙ্গেই নিউটাউন থানায় আসেন নির্যাতিতা ওই মহিলা। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক মামলা দায়ের হয়েছে নওশাদের বিরুদ্ধে ৷ 42 দিন আইএসএফ বিধায়ককে জেলেও রাখা হয়েছিল ৷ এরপর ভাঙড়ে মনোনয়ন পর্ব ঘিরে অশান্তি এবং হিংসার ঘটনায় নওশাদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে পুলিশ ৷ যদিও এ বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, "আমার নামে অভিযোগ করছেন আর সঙ্গে ছিল তৃণমূলের নেতা ৷ এটা দিনের আলোর মতো স্পষ্ট এর পিছনে কী ষড়যন্ত্র রয়েছে ৷ আমার সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলে এসব করছে ৷ তবে এখনই এবিষয়ে কোনও মন্তব্য করব না ৷ আমার কাছে নোটিশ এলে আমি যা বলার বলব ৷"

Last Updated : Jul 5, 2023, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.