কলকাতা, 1 মার্চ: 'নব রবিকিরণ' এবং 'নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন'-এর উদ্যোগে আয়োজিত সারা বাংলাব্যাপী রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা (Rabindra Sangeet Competition) 'গানের ভিতর দিয়ে'র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি । বেছে নেওয়া হল রবীন্দ্র গানের সেরা গায়কদের ।
গত 4 ডিসেম্বর, 2021-এ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় নালন্দা ভবনে (Naba Nalanda's All Bengal Rabindra Sangeet Competition)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সঙ্গীত জগতের দিকপাল ব্যক্তিত্বরা । আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে অনলাইন ও অফলাইনে আবেদনপত্র পূরণ করেন সারা বাংলার বহু প্রতিযোগী (All Bengal Rabindra Sangeet Competition)। তিনটি বিভাগে উন্মেষ (10 থেকে 14 বছর), বিকাশ (15 থেকে 18 বছর) এবং ঐশ্বর্য (19 বছর ও তার ঊর্ধ্বে)র চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের তিনটি পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয় । চূড়ান্ত পর্বের জন্য উন্মেষ বিভাগ থেকে 13 জন, বিকাশ বিভাগ থেকে 7 জন এবং ঐশ্বর্য বিভাগ থেকে 15 জন মনোনীত হয়েছিলেন । এই প্রতিযোগিতার প্রথম ধাপ অর্থাৎ প্রাক প্রাথমিক পর্যায় অনলাইনে হয়েছিল । প্রাথমিক তথা দ্বিতীয় পর্যায় হয়েছিল কলকাতার নালন্দা ভবন এবং শান্তিনিকেতনের নব নালন্দা স্কুল প্রাঙ্গণে ৷
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হল পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ( EZCC), কলকাতা প্রাঙ্গণে । প্রতিযোগিতাটি সম্বন্ধে প্রতিনিয়ত নব রবি কিরণের অফিসিয়াল ফেসবুক পেজে এবং www.nrkevents.com ওয়েবসাইটে জরুরি তথ্য জানানো হয়েছিল ।
এ দিনের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন দেবাদৃত চট্টোপাধ্যায় এবং শীর্ষ রায় । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রীতমা বসু, সাম্য কার্ফা এবং মৌনিতা চট্টোপাধ্যায় । বিচারকের আসন অলংকৃত করেছিলেন অলক রায়চৌধুরী, বিপ্লব মণ্ডল, প্রমিতা মল্লিক, অপলা বাসু, অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং জয়তী চক্রবর্তী । প্রতিযোগীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, সুভাষ পাল, পার্থ মুখোপাধ্যায়, দেবাশিস হালদার, অমল সরকার এবং সুব্রতবাবু মুখোপাধ্যায় ।
আরও পড়ুন: Lopamudra Mitra's event at Santiniketan: অচেনা শান্তিনিকেতনকে চেনাবে লোপামুদ্রার চারণ
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন 'EZCC'র ডিরেক্টর গৌরী বসু, দেবাশিস কুমার, প্রমিতা মল্লিক, জয়তী চক্রবর্তী, অলকানন্দা রায়, বিপ্লব মণ্ডল, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, অপলা বসু সেন, সিসপিয়া ববন্দ্যোপাধ্যায়, অদিতি গুপ্ত, রঞ্জিনী মুখোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, ময়ূরী সাহা, অ্যারিনা মুখোপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, শমীক পাল, প্রবুদ্ধ রাহা তাঁদের মধ্যে অন্যতম ।
প্রতিযোগিতায় বিজয়ীরা পেলেন নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিয়ো করার চুক্তি এবং নগদ পুরস্কার । প্রথম পুরস্কার 12 হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার 8 হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার 5 হাজার টাকা । সঙ্গে বিজয়ীরা পেলেন নব নালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুবর্ণ সুযোগ । এ ছাড়াও দেওয়া হল নব নালন্দার প্রাণ প্রতিষ্ঠাত্রী ভারতী মিত্রের নামানুসারে 'ভারতী মিত্র স্মৃতি পুরস্কার'। নব নালন্দা শিক্ষায়তন এবং নব রবি কিরণ ইতিমধ্যেই বাংলায় সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান । তাঁদের এই উদ্যোগ নবীন প্রতিভাদের সঙ্গীতচর্চার পথে সাফল্য এনে দেবে বলেই আশাবাদী উদ্যোক্তা থেকে অতিথি শিল্পীবৃন্দ ।