ETV Bharat / state

Joka-Taratala Metro: বড়দিনের আগেই জোকা-তারাতলা মেট্রো চালুর ইঙ্গিত, প্রকাশিত ভাড়ার তালিকা

author img

By

Published : Dec 3, 2022, 12:19 PM IST

Updated : Dec 3, 2022, 12:39 PM IST

আর কয়েকদিনের অপেক্ষা ৷ শীঘ্রই শুরু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) ৷ এমনটাই ইঙ্গিত মিলল ভাড়ার তালিকা প্রকাশের পর (Fare chart published ) ৷

Joka-Taratala Metro
Joka-Taratala Metro

কলকাতা, 3 ডিসেম্বর: বড়দিনের আগেই চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) । পরিষেবা শুরু হওয়ার আগেই কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ওই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করা হল (Fare chart published ) । স্বাভাবিকভাবেই এর থেকে ইঙ্গিত মিলছে যে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের ৷ তারপরেই ওই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে । আর জোকা তারাতলা রুটের মেট্রো চালু হলে বেহালা অঞ্চলের যানজট এড়িয়ে খুব সহজেই তারাতলা পর্যন্ত পৌঁছে যাবেন এলাকাবাসীরা ।

বিজ্ঞপ্তি অনুসারে এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে পাঁচ টাকা ৷ আর সর্বোচ্চ 20 টাকা । জোকা থেকে তারাতলা মধ্যে পড়বে 4টি স্টেশন - ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা । জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত মেট্রোর ভাড়া 5 টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া 10 টাকা । তারাতলা পর্যন্ত ভাড়া হবে 20 টাকা । টিকিটের পাশাপাশি থাকছে স্মার্ট কার্ডের ব্যবস্থাও । 250 টাকা মূল্যের স্মার্ট কার্ড কিনে তিন দিন যতবার ইচ্ছে চড়া যাবে মেট্রোয় । এছাড়া 550 টাকার স্মার্ট কার্ড কিনলে পাঁচ দিন যতবার ইচ্ছে চড়া যাবে মেট্রোয় ।

উল্লেখ্য, গত 10 নভেম্বর জোকা থেকে তারাতলার এই রুট পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস (Commissioner of Railway Safety)। পরিদর্শনের রিপোর্ট (Joka Taratala Metro Inspection Report) এসে পৌঁছয় কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে । সেই রিপোর্ট নিয়ে কর্তৃপক্ষ জানায়, সিআরএস (CRS)-এর পক্ষ থেকে বেশ কিছু কমপ্লায়েন্সের কথা বলা হয়েছে । যেগুলি সম্পূর্ণ করে, রেল বোর্ড সিআরএস-কে পরবর্তী রিপোর্ট পাঠাবে । সেই রিপোর্ট পাশ হলেই চূড়ান্ত ছাড়পত্র পাবে জোকা-তারাতোলা মেট্রো ।

আরও পড়ুন: পরিদর্শনের পর এল জোকা-তারাতলা মেট্রোর সিআরএস রিপোর্ট

প্রসঙ্গত, জোকা-তারাতলা রুটের এই মেট্রো এসপ্লানেড পর্যন্ত গিয়েছে । কিন্তু, মোমিনপুরের কাছে সেনা হাসপাতালের সামনে জমিজট ও ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রোর কাজের কম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই নিয়ে সেনার সঙ্গে আদালতে মামলা চলছে রেল বোর্ডের । সেই মামলার কারণে মাঝেরহাটের পর থেকে মেট্রোর কাজ বন্ধ । আপাতত তারাতলা পর্যন্ত পার্পল লাইনে ট্রেন চালিয়ে আগামী বছরের শেষের দিকে মাঝেরহাট পর্যন্ত তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ।

কলকাতা, 3 ডিসেম্বর: বড়দিনের আগেই চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) । পরিষেবা শুরু হওয়ার আগেই কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ওই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করা হল (Fare chart published ) । স্বাভাবিকভাবেই এর থেকে ইঙ্গিত মিলছে যে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের ৷ তারপরেই ওই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে । আর জোকা তারাতলা রুটের মেট্রো চালু হলে বেহালা অঞ্চলের যানজট এড়িয়ে খুব সহজেই তারাতলা পর্যন্ত পৌঁছে যাবেন এলাকাবাসীরা ।

বিজ্ঞপ্তি অনুসারে এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে পাঁচ টাকা ৷ আর সর্বোচ্চ 20 টাকা । জোকা থেকে তারাতলা মধ্যে পড়বে 4টি স্টেশন - ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা । জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত মেট্রোর ভাড়া 5 টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া 10 টাকা । তারাতলা পর্যন্ত ভাড়া হবে 20 টাকা । টিকিটের পাশাপাশি থাকছে স্মার্ট কার্ডের ব্যবস্থাও । 250 টাকা মূল্যের স্মার্ট কার্ড কিনে তিন দিন যতবার ইচ্ছে চড়া যাবে মেট্রোয় । এছাড়া 550 টাকার স্মার্ট কার্ড কিনলে পাঁচ দিন যতবার ইচ্ছে চড়া যাবে মেট্রোয় ।

উল্লেখ্য, গত 10 নভেম্বর জোকা থেকে তারাতলার এই রুট পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস (Commissioner of Railway Safety)। পরিদর্শনের রিপোর্ট (Joka Taratala Metro Inspection Report) এসে পৌঁছয় কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে । সেই রিপোর্ট নিয়ে কর্তৃপক্ষ জানায়, সিআরএস (CRS)-এর পক্ষ থেকে বেশ কিছু কমপ্লায়েন্সের কথা বলা হয়েছে । যেগুলি সম্পূর্ণ করে, রেল বোর্ড সিআরএস-কে পরবর্তী রিপোর্ট পাঠাবে । সেই রিপোর্ট পাশ হলেই চূড়ান্ত ছাড়পত্র পাবে জোকা-তারাতোলা মেট্রো ।

আরও পড়ুন: পরিদর্শনের পর এল জোকা-তারাতলা মেট্রোর সিআরএস রিপোর্ট

প্রসঙ্গত, জোকা-তারাতলা রুটের এই মেট্রো এসপ্লানেড পর্যন্ত গিয়েছে । কিন্তু, মোমিনপুরের কাছে সেনা হাসপাতালের সামনে জমিজট ও ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রোর কাজের কম্পনে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই নিয়ে সেনার সঙ্গে আদালতে মামলা চলছে রেল বোর্ডের । সেই মামলার কারণে মাঝেরহাটের পর থেকে মেট্রোর কাজ বন্ধ । আপাতত তারাতলা পর্যন্ত পার্পল লাইনে ট্রেন চালিয়ে আগামী বছরের শেষের দিকে মাঝেরহাট পর্যন্ত তা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ।

Last Updated : Dec 3, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.