ETV Bharat / state

রাজ্য থেকে বিদায় নিল ফণী, কাল থেকে আকাশ পরিষ্কার

ফণী
author img

By

Published : May 4, 2019, 2:32 AM IST

Updated : May 4, 2019, 5:46 PM IST

2019-05-04 13:01:49

কলকাতা, 4 মে : রাজ্য থেকে বিদায় নিল ফণী । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বাংলাদেশে চলে গেছে ফণী। রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে । আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

দুর্গাপুরে গাড়ির উপর ভেঙে পড়ল গাছ

UPDATES of Fani :

  • ফণীর দাপটে দুর্গাপুরে বটগাছ ভেঙে পড়ল ট্যাক্সি ও সাইকেল দোকানের উপর 
  • বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে

2019-05-04 12:27:33

বালুরঘাটে চলছে বৃষ্টি
  • বাংলাদেশের দিকে এগোচ্ছে ফণী
  • বালুরঘাটে চলছে বৃষ্টিপাত, উড়ে গেছে মন্দিরের চাল। একাধিক জায়াগায় গাছপালা ভেঙে পড়েছে 

2019-05-04 10:07:49

চলছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি
  • ফণীর জেরে গতকাল থেকে দক্ষিণেশ্বরে ফেরি পরিষেবা বন্ধ । আজ চালু হওয়ার কথা থাকলেও হয়নি। যাত্রীদের ক্ষোভ 
  • খুলে দেওয়া হল রবীন্দ্রসরোবরের গেট 
  • কলকাতায় আকাশ পরিষ্কার রোদ উঠেছে
  • দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি 
  • দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় 70 কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া 

2019-05-04 08:11:46

দেখুন ভিডিয়ো
  • ঝড়ে ভেঙে পড়া গাছ সরানোর কাজ করছে NDFR কর্মীরা 
  • আপাতত বৃষ্টি নেই। দিঘায় আংশিক মেঘলা আকাশ 
  • আংশিকভাবে ক্ষতিগ্রস্ত দিঘা, মন্দারমণি, তাজপুর, সন্দেশখালি এবং কাঁথির কয়েকটি এলাকা। গাছপালা উপড়ে পড়েছে, বড় বড় বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে গেছে

2019-05-04 02:23:21

  • কলকাতায় ফণীর প্রভাব নেই, তবে হচ্ছে বৃষ্টি 
  • আজ বিকেলের মধ্যেই বাংলাদেশে ঢুকবে ফণী
  • ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে ফণী
  • ঝড়-বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকাতেও
  • কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টি
  • এই মুহূর্তে আরামবাগের কাছে রয়েছে ফণী
  • খড়গপুরে আছড়ে পড়ল ফণী
  • দিঘায় 90 কিলোমিটার বেগে বয়ে যায় ঝড়

2019-05-04 13:01:49

কলকাতা, 4 মে : রাজ্য থেকে বিদায় নিল ফণী । আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বাংলাদেশে চলে গেছে ফণী। রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে । আজ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

দুর্গাপুরে গাড়ির উপর ভেঙে পড়ল গাছ

UPDATES of Fani :

  • ফণীর দাপটে দুর্গাপুরে বটগাছ ভেঙে পড়ল ট্যাক্সি ও সাইকেল দোকানের উপর 
  • বিদ্যুতের খুঁটি ভেঙে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে

2019-05-04 12:27:33

বালুরঘাটে চলছে বৃষ্টি
  • বাংলাদেশের দিকে এগোচ্ছে ফণী
  • বালুরঘাটে চলছে বৃষ্টিপাত, উড়ে গেছে মন্দিরের চাল। একাধিক জায়াগায় গাছপালা ভেঙে পড়েছে 

2019-05-04 10:07:49

চলছে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি
  • ফণীর জেরে গতকাল থেকে দক্ষিণেশ্বরে ফেরি পরিষেবা বন্ধ । আজ চালু হওয়ার কথা থাকলেও হয়নি। যাত্রীদের ক্ষোভ 
  • খুলে দেওয়া হল রবীন্দ্রসরোবরের গেট 
  • কলকাতায় আকাশ পরিষ্কার রোদ উঠেছে
  • দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি 
  • দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় 70 কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া 

2019-05-04 08:11:46

দেখুন ভিডিয়ো
  • ঝড়ে ভেঙে পড়া গাছ সরানোর কাজ করছে NDFR কর্মীরা 
  • আপাতত বৃষ্টি নেই। দিঘায় আংশিক মেঘলা আকাশ 
  • আংশিকভাবে ক্ষতিগ্রস্ত দিঘা, মন্দারমণি, তাজপুর, সন্দেশখালি এবং কাঁথির কয়েকটি এলাকা। গাছপালা উপড়ে পড়েছে, বড় বড় বিজ্ঞাপনের হোর্ডিং ভেঙে গেছে

2019-05-04 02:23:21

  • কলকাতায় ফণীর প্রভাব নেই, তবে হচ্ছে বৃষ্টি 
  • আজ বিকেলের মধ্যেই বাংলাদেশে ঢুকবে ফণী
  • ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে ফণী
  • ঝড়-বৃষ্টি শুরু হয়েছে হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকাতেও
  • কলকাতায় শুরু হয়েছে ভারী বৃষ্টি
  • এই মুহূর্তে আরামবাগের কাছে রয়েছে ফণী
  • খড়গপুরে আছড়ে পড়ল ফণী
  • দিঘায় 90 কিলোমিটার বেগে বয়ে যায় ঝড়
sample description
Last Updated : May 4, 2019, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.