ETV Bharat / state

কোরোনায় মৃতের পরিবার মানছে না কিছুই, থানায় কাশী বোস লেনের বাসিন্দারা

এলাকারই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কোরোনা সংক্রমণের ফলে । তাঁর পরিবারের সদস্যদের সোয়াবের নমুনা পরীক্ষা করার জন‍্য বলা হয়েছিল । অভিযোগ, কারও শরীরে লক্ষণ না থাকায় তাঁরা সেটা করেননি । তার উপর 14 দিনের হোম কোয়ারানটিনও মানছেন না । তাই বাধ্য হয়ে থানায় গেলেন স্থানীয়রা ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : May 14, 2020, 11:23 PM IST

কলকাতা, 14 মে : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিবারের এক বৃদ্ধের । নিয়ম অনুযায়ী, 14 দিন হোম কোয়ারানটিনে থাকার কথা গোটা পরিবারের । প্রশাসনের নির্দেশও তেমনই । কিন্তু, কে শোনে কার কথা ! পরিবারের সদস্যরা ইচ্ছামতো বাইরে বের হচ্ছেন । দোকানে, বাজারে যাচ্ছেন । এমনই অভিযোগ কাশী বোস লেনের একাংশের । অবশেষে তারা দ্বারস্থ হল বড়তলা থানার ।

কোরোনা আতঙ্কে রীতিমতো আতঙ্কিত শহর কলকাতা । গোটা রাজ্যের আক্রান্তের অর্ধেক এই শহরেই । তাই আতঙ্ক স্বাভাবিক । আতঙ্কিত উত্তর কলকাতার কাশী বোস লেন এলাকাও । কারণ এলাকারই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কোরোনা সংক্রমণের ফলে । তাঁর পরিবারের সদস্যদের এলাকার বাসিন্দারা বারবার বলেছিলেন, সোয়াবের নমুনা পরীক্ষা করার জন‍্য । অভিযোগ, কারও শরীরে লক্ষণ না থাকায় তাঁরা সেটা করেননি । তার উপর তাঁরা 14 দিনের জন্য হোম কোয়ারানটিনও মানছেন না ।

বিষয়টি নিয়ে শেষে থানার দারস্থ হয় এলাকাবাসীদের একাংশ । বড়তলা থানা সূত্রে খবর, অভিযোগ পেয়ে যোগাযোগ করা হয়েছে ওই পরিবারের সঙ্গে । অনুরোধ করা হয়েছে কোয়ারানটিনে থাকার জন্য । পাশাপাশি ওই পরিবারের উপর নজরদারি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে ।

কলকাতা, 14 মে : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পরিবারের এক বৃদ্ধের । নিয়ম অনুযায়ী, 14 দিন হোম কোয়ারানটিনে থাকার কথা গোটা পরিবারের । প্রশাসনের নির্দেশও তেমনই । কিন্তু, কে শোনে কার কথা ! পরিবারের সদস্যরা ইচ্ছামতো বাইরে বের হচ্ছেন । দোকানে, বাজারে যাচ্ছেন । এমনই অভিযোগ কাশী বোস লেনের একাংশের । অবশেষে তারা দ্বারস্থ হল বড়তলা থানার ।

কোরোনা আতঙ্কে রীতিমতো আতঙ্কিত শহর কলকাতা । গোটা রাজ্যের আক্রান্তের অর্ধেক এই শহরেই । তাই আতঙ্ক স্বাভাবিক । আতঙ্কিত উত্তর কলকাতার কাশী বোস লেন এলাকাও । কারণ এলাকারই এক বৃদ্ধের মৃত্যু হয়েছে কোরোনা সংক্রমণের ফলে । তাঁর পরিবারের সদস্যদের এলাকার বাসিন্দারা বারবার বলেছিলেন, সোয়াবের নমুনা পরীক্ষা করার জন‍্য । অভিযোগ, কারও শরীরে লক্ষণ না থাকায় তাঁরা সেটা করেননি । তার উপর তাঁরা 14 দিনের জন্য হোম কোয়ারানটিনও মানছেন না ।

বিষয়টি নিয়ে শেষে থানার দারস্থ হয় এলাকাবাসীদের একাংশ । বড়তলা থানা সূত্রে খবর, অভিযোগ পেয়ে যোগাযোগ করা হয়েছে ওই পরিবারের সঙ্গে । অনুরোধ করা হয়েছে কোয়ারানটিনে থাকার জন্য । পাশাপাশি ওই পরিবারের উপর নজরদারি চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.