ETV Bharat / state

দেবাঞ্জনের পর শহর কলকাতায় গ্রেফতার ভুয়ো ভিজিল্যান্স আধিকারিক - ভিজিল্যান্স আধিকারিক

পুলিশ আধিকারিকদের কথায় গোটা গাড়িটি কালো কাচে ঢাকা ছিল । দীর্ঘক্ষণ থানায় নিয়ে গিয়ে আসিফুলকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা । কোনও সদুত্তর না পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করেন বেনিয়াপুকুর থানার পুলিশ ।

গ্রেফতার ভুয়ো ভিজিল্যান্স আধিকারিক
গ্রেফতার ভুয়ো ভিজিল্যান্স আধিকারিক
author img

By

Published : Jun 30, 2021, 11:38 AM IST

কলকাতা, 30 জুন : দেবাঞ্জন কাণ্ডের পর সতর্ক কলকাতা পুলিশ । আর সেই সতর্কতার ফলেই আসল সাফল্য । ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স আধিকারিককে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ । ধৃতের নাম আসিফুল হক । তিনি পার্ক স্ট্রিট থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

অভিযোগ নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার হিসেবে পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়িতে চেপে ঘুরতেন আসিফুল । দেবাঞ্জন কাণ্ড সামনে আসার পরেই কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র তরফে প্রতিটি ট্রাফিক গার্ডকে সতর্ক করে দেওয়া হয় । যাতে তাঁরা সচেতন হয়ে ডিউটি করেন । আর তাতেই মিলল সাফল্য ।

গতকাল রাতে থিয়েটার রোডের সামনে থেকে একটি লাল রঙের গাড়ি আসে ৷ যার মাথায় লাগানো ছিল নীল বাতি এবং সামনে ভিজিল্যান্স দফতরের স্টিকার ৷ সন্দেহ হলে পুলিশ কর্মীরা গাড়িটিকে থামায় । তারপর গাড়ির মধ্যে থাকা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট । এরপরই ঝুলি থেকে বিড়াল বেরোতে থাকে । তাঁর কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়া হলেও তিনি কোনও কাগজপত্র দিতে পারেননি । অথচ গাড়িতে লাগানো নীল বাতি এবং সামনে সেন্ট্রাল ভিজিলান্সের স্টিকার লাগানো ৷ গাড়ির ফ্রন্ট কাচে লাগানো ভিআইপি পার্কিং ।

আরও পড়ুন : কোভিশিল্ড-স্রষ্টা গিলবার্টের উপস্থিতিতে উইম্বলডনের সারা কোর্ট করতালিতে মুখরিত

পুলিশ আধিকারিকদের কথায় গোটা গাড়িটি কালো কাচে ঢাকা ছিল । দীর্ঘক্ষণ থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা । কোনও সদুত্তর না পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করেন বেনিয়াপুকুর থানার পুলিশ ।

কলকাতা, 30 জুন : দেবাঞ্জন কাণ্ডের পর সতর্ক কলকাতা পুলিশ । আর সেই সতর্কতার ফলেই আসল সাফল্য । ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স আধিকারিককে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ । ধৃতের নাম আসিফুল হক । তিনি পার্ক স্ট্রিট থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ।

অভিযোগ নিজেকে সেন্ট্রাল ভিজিল্যান্স অফিসার হিসেবে পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়িতে চেপে ঘুরতেন আসিফুল । দেবাঞ্জন কাণ্ড সামনে আসার পরেই কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্র তরফে প্রতিটি ট্রাফিক গার্ডকে সতর্ক করে দেওয়া হয় । যাতে তাঁরা সচেতন হয়ে ডিউটি করেন । আর তাতেই মিলল সাফল্য ।

গতকাল রাতে থিয়েটার রোডের সামনে থেকে একটি লাল রঙের গাড়ি আসে ৷ যার মাথায় লাগানো ছিল নীল বাতি এবং সামনে ভিজিল্যান্স দফতরের স্টিকার ৷ সন্দেহ হলে পুলিশ কর্মীরা গাড়িটিকে থামায় । তারপর গাড়ির মধ্যে থাকা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট । এরপরই ঝুলি থেকে বিড়াল বেরোতে থাকে । তাঁর কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়া হলেও তিনি কোনও কাগজপত্র দিতে পারেননি । অথচ গাড়িতে লাগানো নীল বাতি এবং সামনে সেন্ট্রাল ভিজিলান্সের স্টিকার লাগানো ৷ গাড়ির ফ্রন্ট কাচে লাগানো ভিআইপি পার্কিং ।

আরও পড়ুন : কোভিশিল্ড-স্রষ্টা গিলবার্টের উপস্থিতিতে উইম্বলডনের সারা কোর্ট করতালিতে মুখরিত

পুলিশ আধিকারিকদের কথায় গোটা গাড়িটি কালো কাচে ঢাকা ছিল । দীর্ঘক্ষণ থানায় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা । কোনও সদুত্তর না পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করেন বেনিয়াপুকুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.