কলকাতা, 26 অগস্ট: সুপ্রিম কোর্টের ভুয়ো আইনজীবী পরিচয়ে গ্রেফতার হলেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান ৷ একইসঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে ৷ তবে কীভাবে তিনি এতদিন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন সেই বিষয়ে উঠছে নানা প্রশ্ন ৷ 2018 সালের 4 জানুয়ারী তিনি বিজেপিতে যোগ দেন ৷ তাঁর যোগদান অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ৷ যোগাযোগ ছিল মুকুল রায়ের সঙ্গেও ৷
এর পাশাপাশি বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান ব্যবসায়ীদের প্রতারণা করেছেন বলেও অভিযোগ ৷ এই বিষয় বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি, "আমি এই নামে কাউকে চিনি না। " পাশাপাশি এই বিষয় বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "বিষয়টি সম্পর্কে আমার কিছু জানা নেই। আমি ভাল করে বলতে পারব না।"
আরও পড়ুন: বৈঠক সৌহার্দ্যপূর্ণ, দ্রুত নির্বাচনের পক্ষে সওয়াল তৃণমূলের
ব্যবসায়ীর অভিযোগ, মামলা লড়ার জন্য বিভিন্ন ব্যক্তির থেকে টাকা নেন তিনি । কিন্তু সেই মামলা আর লড়েননি। পুলিশ সূত্রের খবর, তিনি আদতে আইনজীবী নয় । ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে লালবাজারের তরফে। সন্দীপ আগরওয়াল নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন । অভিযোগকারীর অভিযোগ, 2019 সালে বিবাহ সম্পর্কিত মামলা লড়ার জন্য নাজিয়া 6 লক্ষ টাকা নেন । কিন্তু সেই মামলা আর লড়েননি বলে পুলিশকে জানান ওই ব্যবসায়ী। সেই টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি । প্রথমে ওই ব্যবসায়ী গিরিশ পার্ক থানায় নাজিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নাজিয়া আদতে আইনজীবী নন । এরপরই তাঁকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ ।