কলকাতা, 14 মে : একজন VIP-কে ভরতির জন্য বেলভিউ নার্সিংহোম খালি করে দেওয়া হচ্ছে । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একথা । একটি পোস্টে বলা হয়েছিল, "অত্যন্ত গোপনীয় সূত্রে খবর । সোমবার রাতে এক VIP-কে ভরতি করার জন্য রাতের মধ্যেই বেলভিউ নার্সিংহোমকে সম্পূর্ণ খালি করে দেওয়া হচ্ছে ।" খবরটি ভুয়ো বলে লালবাজারের তরফে জানানো হয়েছে । আর ইতিমধ্যেই BJP নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
লালবাজার সূত্রে জানা গেছে, তাঁর ফেসবুক ওয়ালে এটি পোস্ট করেন BJP নেতা রাকেশ সিং। তারপর তা ছড়িয়ে পড়ে। সেখানে সোমবার রাতের কথা বলা হলেও আজ পর্যন্ত নার্সিংহোম খালি করে দেওয়ার কোনও খবর নেই। এরপরই আজ রাকেশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । গুজব ছড়ানোর জন্য তাঁকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে বলে খবর। এদিকে মামলা দায়ের হয়েছে শুনে রাকেশ বলেন, আবারও একটি মিথ্যা মামলা দায়ের হল। এর সঠিক উত্তর পুলিশ পাবে।
এর আগে বহুবার একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন রাকেশ সিং। পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ হোক কিংবা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরিকল্পনা, একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।