কলকাতা, 25 অগস্ট : কখনও ভুয়ো সাংবাদিক, কখনও বা ভুয়ো সিবিআই তো কখনও ভুয়ো পুলিশ ৷ এহেন ঘটনা বারবারই প্রকাশ্যে উঠে এসেছে ৷ এবার গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী। নিজেকে কলকাতা পুলিশের আধিকারিক বলে পরিচয় দিয়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নগদ 5 হাজার টাকা এবং একটি মোটর বাইক হাতিয়ে নেয় অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার অন্তর্গত বিজয়গর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যাদবপুরের বিজয়গরের বাসিন্দা এক ব্যক্তির ছেলেকে কলকাতা পুলিশে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ এরপর তাঁদের কাছ থেকে একটি মোটর বাইক ও 5 হাজার টাকা হাতিয়ে নেয় ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম কালিপদ বর। পুলিশ তদন্তে উঠে আসে, কলকাতা পুলিশে ওই নামে কোনও ব্যক্তিই নেই।
আরও পড়ুন : Lovlina borgohain : মায়ের চিকিৎসার জন্য কলকাতায় লভলিনা
ধৃতের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার নরেন্দ্রপুরে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ওই মোটর বাইকটি। ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রসিদমুনির খান বলেন, ধৃতের সঙ্গে আর কেউ যুক্ত কি না তা জানার চেষ্টা চলছে ৷