কলকাতা, 1 জানুয়ারি: খাস কলকাতা থেকে উদ্ধার দু'লক্ষ টাকার জাল নোট। তপসিয়া থানা এলাকার অন্তর্গত জেবিএস হালডেন অ্যাভিনিউ থেকে অভিযুক্ত আজারুদ্দিন মমিনকে (21) সোমবার গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তর বাড়ি মালদার কালিয়াচকে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "আমরা গোপন সূত্রে খবর পেয়ে এই ব্যক্তিকে গ্রেফতার করেছি। অভিযুক্তর কাছ থেকে 200 টাকা ও 500 টাকার জাল নোট মিলিয়ে দু'লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকা অভিযুক্তের কাছে কীভাবে এল, মালদার বাসিন্দা হয়ে কেন এই জাল টাকা কলকাতায় এনেছিলেন, কাউকে দেওয়ার জন্য এনেছিলেন কি না, এই পুরো বিষয়টা নিয়েই তদন্ত করা হচ্ছে ৷
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, "আমাদের দিনে প্রায় একাধিকবার জেলা পুলিশ এবং রাজ্যের বিভিন্ন পুলিশের সঙ্গে অনান্য বিষয়ের সঙ্গেই জালনোট পাচার নিয়ে আলোচনা হয়। কোথায় কোন ব্যক্তি জালনোট নিয়ে কী করছেন এবং তাঁদের অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের কাছে আগাম তথ্য থাকে। অভিযুক্তদের ধরতে সক্ষম হই।এই বিষয়ে রাশ টানার জন্য একাধিকবার জেলা এবং শহরতলীর বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিকল্পনার জন্য আলোচনা করতে হয় ৷ পাচার রুখতে ও পাচারকারীদের নাগাল পেতে জাতীয় এবং রাজ্য সড়কের উপর এবং অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের সংযোগস্থলগুলিতে নাকা চেকিং আরও আঁটোসাঁটো করতে হয় ৷"
কলকাতায় জালনোট উদ্ধার এই প্রথম নয়। লালবাজার সূত্রের খবর, এর আগেও একাধিকবার কলকাতা থেকে জাল নোট পাচারকারিদের গ্রেফতার করেছে পুলিশ। মূলত, মালদার কালিয়াচকে একটি বিশেষ ব়্যাকেট এই জাল নোট পাচার কারবারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে বলে খবর রয়েছে পুলিশের কাছে। সেই পাচারকারিদের পরিকল্পনা বানচাল করতেই তৎপরতার সঙ্গে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ আপাতত, নতুন বছরের শুরুতেই কলকাতায় জাল নোট উদ্ধারে নড়েচড়ে বসেছে গোয়েন্দা বিভাগ ও পুলিশ ৷
আরও পড়ুুন:
1. 'ইউপিআই এটিএম' থেকে 'সময়সীমা', অনলাইন পেমেন্টে যে পরিবর্তনগুলি আজ থেকে কার্যকর
2. ডাইনি অপবাদে দু'বছর একঘরে মহিলা! 50 হাজার দিলে সালিশি বসার নিদান মোড়লদের
3. লাইসেন্স না থাকায় সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে না লঞ্চ, সমস্যায় পর্যটকেরা