কলকাতা, 7 মে : নেতাজি নগর থানা এলাকায় খাসির দোকানে কুকুরের মাংস বিক্রি হচ্ছে বলে ছড়িয়ে পড়ে গুজব । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা । কয়েকজন ক্ষোভপ্রকাশ করেন । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে নেতাজি নগর থানাকে হস্তক্ষেপ করতে হয় । এই গুজব কে বা কারা ছড়াল তা খতিয়ে দেখছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রী কলোনি বাজারের একটি মাংসের দোকানের বাইরে কয়েকটি কুকুরকে বেঁধে রাখা হয়েছে বলে খবর রটে যায় । সেখান থেকেই রটানো হয় খাসির বদলে কুকুরের মাংস বিক্রি করছেন সংশ্লিষ্ট দোকানদার । মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে ওই এলাকায় । তারপরই কয়েকজন ক্ষোভে ফেটে পড়েন । খবর যায় নেতাজি নগর থানায় । পুলিশ ঘটনাস্থানে যায় । সেখানে কোনও কুকুর দেখা যায়নি । সংশ্লিষ্ট দোকানদার নাকি জানিয়েছেন, তিনি কয়েকটি কুকুরকে খাওয়ান । কিন্তু তাতেও ক্ষোভ কমেনি স্থানীয়দের ।
বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা বলেন, "এই ধরনের একটা গুজব ছড়িয়েছে । এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ আসেনি ।" এই গুজব কে বা কারা ছড়াল তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর ।