কলকাতা, 15 ফেব্রুয়ারি: করোনাকালে জাল টিকা থেকে শুরু করে ভুয়ো আইপিএস, ভুয়ো ডাক্তার এমনকী ভুয়ো আইএএসও দেখেছে রাজ্যের মানুষ । বাকি ছিল ভুয়ো বিধায়ক (Fake MLA in Assembly)। 16 কলা পূর্ণ করে এ বার রাজ্য বিধানসভায় ভুয়ো বিধায়কের সাক্ষী রাজ্যবাসী (Assembly Security under question)।
হাই সিকিওরিটি জোন বিধানসভা: রাজ্যের আর পাঁচটা সাধারণ জায়গার সঙ্গে বিধানসভার রয়েছে আকাশ-পাতাল তফাত । এটি হাইলি সিকিওরড জোন । আইনপ্রণেতাদের কাজকর্মের জায়গা হল আইনসভা । রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী - বিধানসভায় আসেন সকলেই ৷ তাই এই ভিভিআইপিদের সুরক্ষার কথা মাথায় রেখেই বিধানসভায় থাকে কড়া নিরাপত্তার ব্যবস্থা ।
নিরাপত্তার ফাঁক গলে বিধানসভার পোর্টিকোতে আগন্তুক: কিন্তু সেই কড়া নিরাপত্তার ফসকা গেরোর ছবি ধরা পড়ল বুধবার ৷ যে সময় রাজ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চলছে বিধানসভায়, সেই সময় রাজ্যের আইনসভার চৌহদ্দিতেই ভুয়ো বিধায়কের খোঁজ পাওয়া গেল ৷ তাও আবার বিধানসভার প্রবেশদ্বারের বাইরে নয়, বিধানসভার পোর্টিকোতে ঢুকে পড়লেন এক ব্যক্তি ৷
কথায় অসঙ্গতি পেয়ে সন্দেহ: বিধানসভার মূল কক্ষের বাইরের অংশ হল পোর্টিকো ৷ এর আগে নিরাপত্তার দুটি স্তর পেরিয়ে চলে আসেন তিনি ৷ বিধানসভার গেট ছাড়িয়ে মূল ভবনের দিকে পৌঁছে যান ওই ব্যক্তি ৷ জানা গিয়েছে, তাঁর নাম গজানন সাহা ৷ তিনি বলেন, সমবায় মন্ত্রী অরূপ রায়ের বদলে তিনি বিধানসভায় এসেছেন ৷ তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোথা থেকে আসছেন ৷ জবাবে তিনি বলেন, তিনি হরীশ চ্যাটার্জি স্ট্রিট থেকে এসেছেন ৷ কথায় অসঙ্গতি দেখে সন্দেহ হওয়ায় তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷
বিধানসভার নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন: বিধানসভার গেটের বাইরে এই ঘটনা ঘটলেও তা হত আশ্চর্যের ৷ কিন্তু আজ নিরাপত্তার ফাঁক গলে একেবারে বিধানসভার পোর্টিকোতে কী করে বিধায়কের বেশে একজন ঢুকে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তিনি মানসিক ভারসাম্যহীন হলেও সটান বিধানসভার মূল কক্ষের কাছে পৌঁছে যাওয়ায় রাজ্যের আইনসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷ ফলে বিধায়করাও বিধানসভায় কতটা সুরক্ষিত সেই প্রশ্নও উঠেছে ৷
আরও পড়ুন: 3% ডিএ বৃদ্ধি রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের; আর্থিক সংকটেও মিলছে সুযোগ, বললেন মুখ্যমন্ত্রী
জিজ্ঞাসাবাদ করছে হেয়ার স্ট্রিট থানা: জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ কী কারণে তিনি বিধানসভায় এসেছিলেন, কেন তিনি অরূপ রায়ের নাম নিলেন, কেন হরীশ চ্যাটার্জি স্ট্রিটের কথা বললেন, তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ ৷
রাজনৈতিক তরজা: এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একে অত্যন্ত আশ্চর্যের ঘটনা বলে আখ্যা দিয়েছেন ৷ বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বিধানসভায় সবকিছুই ঘটতে পারে ৷ কেউই এখানে সুরক্ষিত নয় ৷" অপরদিকে, শাসক দলের উপ মুখ্য সচেতক তথা তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, "এই ঘটনা প্রকৃতই উদ্বেগের ৷ এমন ঘটনা ঘটা উচিত ছিল না ৷ কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে বিধানসভা কর্তৃপক্ষ ৷"
কী বললেন বিধানসভার মার্শালরা: যদিও বিধানসভা কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা মার্শালরা বলেছেন, গোটা বিষয়টি বিধানসভার শীর্ষ আধিকারিকদের জানানো হয়েছে ৷ তাঁদের হাতেই ধরা পড়েন ভুয়ো বিধায়ক ৷ বিধানসভার অভ্যন্তরীণ নিরাপত্তা যে ঢিলেঢালা নয়, এটা তারই প্রমাণ ৷ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে ৷