ETV Bharat / state

চালচলনে RPF, জেরা করতেই ফাঁস হল জারিজুরি - Sealdah

শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার হলেন এক যুবতী ৷ RPF- এর পোশাক পরে শিয়ালদা স্টেশনে ঘোরাঘুরি করছিলেন তিনি ৷ তার কাছ থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধার করেছে RPF ৷

শিয়ালদা স্টেশন
author img

By

Published : Sep 7, 2019, 8:38 PM IST

কলকাতা ,7 সেপ্টেম্বর : পরনে RPF -এর উর্দি ৷ চালচলনও RPF সুলভ ৷ শিয়ালদা স্টেশনে 'ডিউটি' করছিলেন তিনি ৷ কিন্তু সন্দেহ হয় RPF-এর এক কর্মীর ৷ "সহকর্মী" হলেও তাঁকে চিনতে পারা যাচ্ছে না ! আর সেই সূত্রেই পাকড়াও করা হল ওই ভুয়ো মহিলা RPF কনস্টেবলকে ৷ পরে তাকে গ্রেপ্তার করছে পুলিশ ৷

RPF-এর সন্দেহ সঙ্গীতা দীর্ঘদিন ধরে এই কাজ করছে । তবে এর পিছনে রেলে চাকরি দেওয়ার কোনও প্রতারণা চক্র আছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ ৷সঙ্গীতা হালদার নামে ওই যুবতী RPF-এর পোশাক পরেই শিয়ালদা স্টেশনে ঘোরাঘুরি করছিলেন ৷ গতকাল সন্ধেয় তাকে আটক করে RPF ৷ তখন সে ভুয়ো পরিচয়পত্র দেখায় ৷ RPF -এর দাবি দীর্ঘক্ষণ জেরা করার পর নিজের দোষ স্বীকার করে সঙ্গীতা ৷ জেরায় সে পুলিশকে জানিয়েছে , ক্যানিংয়ের প্রান্তিক দাস নামে এক ব্যক্তি তাকে RPF-এর পোশাক ও ভুয়ো নথি দিয়েছে ৷ প্রান্তিকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

কলকাতা ,7 সেপ্টেম্বর : পরনে RPF -এর উর্দি ৷ চালচলনও RPF সুলভ ৷ শিয়ালদা স্টেশনে 'ডিউটি' করছিলেন তিনি ৷ কিন্তু সন্দেহ হয় RPF-এর এক কর্মীর ৷ "সহকর্মী" হলেও তাঁকে চিনতে পারা যাচ্ছে না ! আর সেই সূত্রেই পাকড়াও করা হল ওই ভুয়ো মহিলা RPF কনস্টেবলকে ৷ পরে তাকে গ্রেপ্তার করছে পুলিশ ৷

RPF-এর সন্দেহ সঙ্গীতা দীর্ঘদিন ধরে এই কাজ করছে । তবে এর পিছনে রেলে চাকরি দেওয়ার কোনও প্রতারণা চক্র আছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ ৷সঙ্গীতা হালদার নামে ওই যুবতী RPF-এর পোশাক পরেই শিয়ালদা স্টেশনে ঘোরাঘুরি করছিলেন ৷ গতকাল সন্ধেয় তাকে আটক করে RPF ৷ তখন সে ভুয়ো পরিচয়পত্র দেখায় ৷ RPF -এর দাবি দীর্ঘক্ষণ জেরা করার পর নিজের দোষ স্বীকার করে সঙ্গীতা ৷ জেরায় সে পুলিশকে জানিয়েছে , ক্যানিংয়ের প্রান্তিক দাস নামে এক ব্যক্তি তাকে RPF-এর পোশাক ও ভুয়ো নথি দিয়েছে ৷ প্রান্তিকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

Intro:কলকাতা, ৭ সেপ্টেম্ব: পরনে আরপিএফ এর উর্দি। চলন-বলনও আরপিএফ সুলভ। দেখে বোঝার উপায় ছিল না। শিয়ালদা স্টেশনে দিব্যি “ডিউটি" করছিলেন তিনি। কিন্তু সন্দেহ হয় আর পি এফ এর এক কর্মীর। সহকর্মী হলেও একে চেনা যাচ্ছে না। সেই সূত্রেই পাকড়াও করা হলো ভুয়ো মহিলা আরপিএফ কনস্টেবলকে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।Body:জানা গেছে, সঙ্গীতা হালদার নামে ওই যুবতী আরপিএফ এর পোশাক পড়ে শিয়ালদা স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। গতকাল সন্ধ্যায় তাকে প্রথমে আটক করে আরপিএফ। সেই মুহুর্তে সে নিজেকে আর প্রিয় প্রমাণ করার চেষ্টা করেছিল অনেক। এমনকি দেখায় ভুয়ো আইডেন্টিটি কার্ড ও। RPF এর দাবি, তাকে বারবার জিজ্ঞাসাবাদ করতে নিজের দোষ স্বীকার করে নেয় সঙ্গীতা। জেরায় সে পুলিশকে জানিয়েছে, ক্যানিংয়ের প্রান্তিক দাস নামে এক ব্যক্তি তাকে ওই আরপিএফ এর পোশাক এবং ভুয়ো নথি দিয়েছে। প্রান্তিকের খোঁজ শুরু হয়েছে।Conclusion:GRP র সন্দেহ ওই যুবতী এই পোশাক পড়ে আগেও অনৈতিক কাজকর্ম করেছে। এ পেছনে রেলওয়ে চাকরি দেওয়ার প্রতারণা চক্র আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.