কলকাতা ,7 সেপ্টেম্বর : পরনে RPF -এর উর্দি ৷ চালচলনও RPF সুলভ ৷ শিয়ালদা স্টেশনে 'ডিউটি' করছিলেন তিনি ৷ কিন্তু সন্দেহ হয় RPF-এর এক কর্মীর ৷ "সহকর্মী" হলেও তাঁকে চিনতে পারা যাচ্ছে না ! আর সেই সূত্রেই পাকড়াও করা হল ওই ভুয়ো মহিলা RPF কনস্টেবলকে ৷ পরে তাকে গ্রেপ্তার করছে পুলিশ ৷
RPF-এর সন্দেহ সঙ্গীতা দীর্ঘদিন ধরে এই কাজ করছে । তবে এর পিছনে রেলে চাকরি দেওয়ার কোনও প্রতারণা চক্র আছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ ৷সঙ্গীতা হালদার নামে ওই যুবতী RPF-এর পোশাক পরেই শিয়ালদা স্টেশনে ঘোরাঘুরি করছিলেন ৷ গতকাল সন্ধেয় তাকে আটক করে RPF ৷ তখন সে ভুয়ো পরিচয়পত্র দেখায় ৷ RPF -এর দাবি দীর্ঘক্ষণ জেরা করার পর নিজের দোষ স্বীকার করে সঙ্গীতা ৷ জেরায় সে পুলিশকে জানিয়েছে , ক্যানিংয়ের প্রান্তিক দাস নামে এক ব্যক্তি তাকে RPF-এর পোশাক ও ভুয়ো নথি দিয়েছে ৷ প্রান্তিকের খোঁজ শুরু করেছে পুলিশ ৷