ETV Bharat / state

Kolkata Fake doctor : খাস কলকাতায় ফের ভুয়ো চিকিৎসক গ্রেফতার - Kolkata Fake doctor

ভুয়ো চিকিৎসক পরিচয় দিয়ে ডাক্তারি করার অভিযোগ এক ব্যক্তির বিরূদ্ধে ৷ রবীন্দ্র সরোবর এলাকায় চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে অন্য চিকিৎসকের নাম নিয়ে চেম্বার খোলেন এই ব্যক্তি এবং তাকে সাহায্য করার অভিযোগে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ (Fake doctor arrested in Kolkata) ৷

Fake doctor in Kolkata
Fake doctor in Kolkata
author img

By

Published : Mar 6, 2022, 3:03 PM IST

কলকাতা, 6 মার্চ : ফের কলকাতায় গ্রেফতার ভুয়ো চিকিৎসক ( Fake doctor arrested in Kolkata )। শহরের বুকে চিকিৎসক পরিচয় দিয়ে ডাক্তারি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তের বিরূদ্ধে অ্য়ানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের (Dermatologists) চিকিৎসা করার অভিযোগ ৷ রাজ্যের একাধিক জায়গায় ডাক্তার সেজে চেম্বার চালাতেন তারা ৷

অভিযুক্তের নাম শুভ নাথ। বাড়ি বিধাননগর এলাকায়। তাকে সাহায্য করার অভিযোগে রাজীব সরকার নামে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি নিউ টালিগঞ্জ এলাকায়।

আরও পড়ুন : Madhyamik Examination 2022 : অ্যাডমিট না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা মাধ্যমিক পরীক্ষার্থীর, স্কুলকে দুষল ছাত্রী ও পরিবার

জানা গিয়েছে, সম্প্রতি কলকাতায় এক চর্মরোগ বিশেষজ্ঞ স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, ওই চিকিৎসকের নাম ভাঁড়িয়ে কলকাতাতেই চেম্বার খুলে বসেছে শুভ নাথ। রীতিমতো রোগী দেখছে অভিযুক্ত ৷ এরপর এই গোটা ঘটনা তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিন সকালে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো প্রেসক্রিপশন এবং লেটার প্যাড।

আরও পড়ুন : Disaster Management Department: নিজস্ব বিপর্যয় মোকাবিলা বিভাগ খুলতে চলেছে কলকাতা পৌরনিগম

পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো চিকিৎসকের কাছে কোন কোন রোগী এসেছিলেন তাঁদের তালিকা তৈরি করছে গোয়েন্দা বিভাগ। পাশাপাশি তাঁদের কি কি ওষুধ দেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে যত দ্রুত সম্ভব তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন পুলিশকর্তারা ।

কলকাতা, 6 মার্চ : ফের কলকাতায় গ্রেফতার ভুয়ো চিকিৎসক ( Fake doctor arrested in Kolkata )। শহরের বুকে চিকিৎসক পরিচয় দিয়ে ডাক্তারি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তের বিরূদ্ধে অ্য়ানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের (Dermatologists) চিকিৎসা করার অভিযোগ ৷ রাজ্যের একাধিক জায়গায় ডাক্তার সেজে চেম্বার চালাতেন তারা ৷

অভিযুক্তের নাম শুভ নাথ। বাড়ি বিধাননগর এলাকায়। তাকে সাহায্য করার অভিযোগে রাজীব সরকার নামে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি নিউ টালিগঞ্জ এলাকায়।

আরও পড়ুন : Madhyamik Examination 2022 : অ্যাডমিট না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা মাধ্যমিক পরীক্ষার্থীর, স্কুলকে দুষল ছাত্রী ও পরিবার

জানা গিয়েছে, সম্প্রতি কলকাতায় এক চর্মরোগ বিশেষজ্ঞ স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, ওই চিকিৎসকের নাম ভাঁড়িয়ে কলকাতাতেই চেম্বার খুলে বসেছে শুভ নাথ। রীতিমতো রোগী দেখছে অভিযুক্ত ৷ এরপর এই গোটা ঘটনা তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিন সকালে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো প্রেসক্রিপশন এবং লেটার প্যাড।

আরও পড়ুন : Disaster Management Department: নিজস্ব বিপর্যয় মোকাবিলা বিভাগ খুলতে চলেছে কলকাতা পৌরনিগম

পুলিশ সূত্রে খবর, ওই ভুয়ো চিকিৎসকের কাছে কোন কোন রোগী এসেছিলেন তাঁদের তালিকা তৈরি করছে গোয়েন্দা বিভাগ। পাশাপাশি তাঁদের কি কি ওষুধ দেওয়া হয়েছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে যত দ্রুত সম্ভব তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন পুলিশকর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.