কলকাতা, 13 ডিসেম্বর: ভুয়ো সিবিআই ! শহরে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নামে তল্লাশি চালাচ্ছে দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে ভবানীপুর থানা এলাকার রূপচাঁদ মুখার্জি রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ৷ সোমবার তখন হাজরা মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা হচ্ছিল ৷ সেই সময় এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই পরিচয়ে কয়েকজন হানা দেয় বলে অভিযোগ ৷ তারা কয়েক লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় স্থানীয় ভবানীপুর থানায় লিখিত অভিযোগ জানান তিনি ৷ ততক্ষণে ভুয়ো সিবিআই আধিকারিকরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে ৷
এই ঘটনায় ভবানীপুর থানা-সহ সমান্তরাল তদন্ত করছে লালবাজারের গোয়েন্দা বিভাগও ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভবানীপুর থানা এলাকার রূপচাঁদ মুখার্জি রোডে ওই বৃদ্ধ ব্যবসায়ীর বাড়ির সামনে পুলিশের স্টিকার লাগানো 3টি গাড়িতে চড়ে হাজির হন অভিযুক্তরা ৷ গাড়িতে সাত জন ব্যক্তি ছিলেন, দাবি ব্যবসায়ীর ৷ ঘটনার সময় বাড়ির সদস্যদের কোনও সন্দেহ হয়নি বলেও জানিয়েছেন ওই ব্যবসায়ী ৷
আরও পড়ুন: ব্যবসায়ী অপহরণের ঘটনায় ভুয়ো সিবিআই অফিসার ধৃত
ব্যবসায়ীর অভিযোগ, ওই ব্যক্তিরা ব্যবসায়ীকে জানায়, তাঁরা নিজেদের সঙ্গে পুলিশ নিয়ে এসেছে ৷ তাই স্বভাবতই সন্দেহ হয়নি ব্যবসায়ীর ৷ তল্লাশি চলছে বলায় বাড়ির কেউ কোনও পদক্ষেপ করেনি ৷ এরপরে আলমারির তালা খুলতে বলা হয় ৷ এমনকী ভুয়ো আধিকারিকরা হুমকি দেয়, তালা না-খুললে তারাই তালা ভেঙে দেবে ৷ ফলে চাবি দিয়ে আলমারি খুলে দেওয়া হয় ৷ এরপরেই তারা আলমারি থেকে নগদ 30 লক্ষ টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে তোলে ৷ পরে নিজেরাও গাড়িতে উঠে চলে যায় ৷
বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তারা পরিবারের লোকজনদের সঙ্গে ভদ্র ব্যবহার করে ৷ তাই কারও মনে সন্দেহ জাগেনি ৷ ঘটনাটি ঘটনার প্রায় 3-4 ঘণ্টা পর ওই ব্যবসায়ীর মনে হয়েছে বাড়িতে সিবিআই তল্লাশি করল, অথচ কেউ কিছু জানল না ৷ টিভিতেও এ নিয়ে কোনও সংবাদ দেখাল না ৷ পাশাপাশি সিজার লিস্ট দেওয়া হল না ৷ অথচ সিজার হল ৷ সন্দেহ হওয়ায় স্থানীয় ভবানীপুর থানায় লিখিত অভিযোগ জানান ব্যবসায়ী ৷ গোটা ঘটনায় তদন্তে নেমে এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন: ইছাপুর থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার