ETV Bharat / state

Fake Call Center in Sector V: সেক্টর ফাইভে ভুয়ো কলসেন্টার খুলে বিদেশে প্রতারণা, গ্রেফতার 35

সল্টলেক সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণাচক্র চালানোর অভিযোগে 35 জনকে গ্রেফতার করল বিধাননগরের ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা (Fake Call Center in Sector V) ৷ অত্যাধুনিক গ্যাজেট ব্যবহার করে গলার স্বর বদলে বিদেশে প্রতারণা ফাঁদ পেতেছিল অভিযুক্তরা ৷

Fake Call Center in Sector V ETV BHARAT
Fake Call Center in Sector V
author img

By

Published : Feb 24, 2023, 7:44 PM IST

ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশে প্রতারণার অভিযোগে গ্রেফতার 35 জন

বিধাননগর, 24 ফেব্রুয়ারি: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশে প্রতারণার অভিযোগ (Fake Call Center in Salt Lake) ৷ ঘটনায় বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে ওই ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ৷ সেক্টর ফাইভের এরগো টাওয়ারের 1005 নম্বর অফিসে কৃষ্ণা ইনফোটেক নামে একটি ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ বিভিন্ন সংস্থায় পলিসি করিয়ে দেওয়ার নামে বিদেশ থেকে টাকা তুলত ধৃতরা ৷ ঘটনায় ভুয়ো সংস্থার মূল চক্রী কৃষ্ণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 8 জনের 3 দিনের জন্য পুলিশ হেফাজত, ও বাকিদের 14 দিনের জন্য জেল হেফাজত হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, সেক্টর ফাইভে এরগো টাওয়ারের মতো অভিজাত বহুতলে এই ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ মূল অভিযুক্ত কৃষ্ণ শর্মা নিজের নামে সেই ভুয়ো সংস্থা খুলেছিলেন ৷ সেখানে বহু অল্প বয়সি যুবকদের দিতে এই প্রতারণা চক্র চালাতেন কৃষ্ণ শর্মা ৷ কৃষ্ণা ইনফোটেক নামে ওই ভুয়ো সংস্থার তরফে বিদেশে ফোন করা হতো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের সাহায্যে ৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে ফোন করা হত বীমা করানোর অজুহাতে ৷

এমনকি অনেককেই তাঁরা এভাবে ফাঁসিয়ে ছিলেন ৷ বীমা করানোর নাম করে বিদেশি মুদ্রা আত্মসাৎ করত অভিযুক্তরা ৷ এভাবে কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এরগো টাওয়ারের 1005 নম্বর ঘরে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদের মধ্যে চক্রের মূল পাণ্ডা কৃষ্ণ শর্মা রয়েছেন ৷ সেখান থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটল, হার্ড ডিস্ক, বহু মোবাইল ও ল্যান্ড ফোন, প্রিন্টার ও ইন্টারনেট রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: অনলাইন প্রতারণা চক্রে আন্তর্জাতিক যোগ, মালদা পুলিশের জালে নাইজেরিয়ান

জানা গিয়েছে, ওই ভুয়ো কল সেন্টারে প্রতারণা চক্র চালানো প্রত্যেক যুবক কমবেশি শিক্ষিত ৷ তা সত্ত্বেও এই প্রতারণা চক্রে কীভাবে জড়িয়ে পড়লেন তাঁরা, সেটাই ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ এই ঘটনায় বিধাননগর কমিশনারেটের ডিসি বিশ্বজিৎ ঘোষ নিজে তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছেন ৷ ওই ভুয়ো কল সেন্টার টিকে সিল করে দেওয়া হয়েছে ৷ মোট কতজনকে এভাবে প্রতারণার জালে ফাঁসিয়েছেন এবং কত টাকার প্রতারণা করেছে ধৃতেরা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশে প্রতারণার অভিযোগে গ্রেফতার 35 জন

বিধাননগর, 24 ফেব্রুয়ারি: ভুয়ো কলসেন্টার খুলে বিদেশে প্রতারণার অভিযোগ (Fake Call Center in Salt Lake) ৷ ঘটনায় বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ফাইভে ওই ভুয়ো কলসেন্টারে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ৷ সেক্টর ফাইভের এরগো টাওয়ারের 1005 নম্বর অফিসে কৃষ্ণা ইনফোটেক নামে একটি ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ বিভিন্ন সংস্থায় পলিসি করিয়ে দেওয়ার নামে বিদেশ থেকে টাকা তুলত ধৃতরা ৷ ঘটনায় ভুয়ো সংস্থার মূল চক্রী কৃষ্ণ শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের মধ্যে 8 জনের 3 দিনের জন্য পুলিশ হেফাজত, ও বাকিদের 14 দিনের জন্য জেল হেফাজত হয়েছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, সেক্টর ফাইভে এরগো টাওয়ারের মতো অভিজাত বহুতলে এই ভুয়ো কলসেন্টার খোলা হয়েছিল ৷ মূল অভিযুক্ত কৃষ্ণ শর্মা নিজের নামে সেই ভুয়ো সংস্থা খুলেছিলেন ৷ সেখানে বহু অল্প বয়সি যুবকদের দিতে এই প্রতারণা চক্র চালাতেন কৃষ্ণ শর্মা ৷ কৃষ্ণা ইনফোটেক নামে ওই ভুয়ো সংস্থার তরফে বিদেশে ফোন করা হতো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের সাহায্যে ৷ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে ফোন করা হত বীমা করানোর অজুহাতে ৷

এমনকি অনেককেই তাঁরা এভাবে ফাঁসিয়ে ছিলেন ৷ বীমা করানোর নাম করে বিদেশি মুদ্রা আত্মসাৎ করত অভিযুক্তরা ৷ এভাবে কোটি কোটি টাকার প্রতারণা করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এরগো টাওয়ারের 1005 নম্বর ঘরে হানা দিয়ে 35 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁদের মধ্যে চক্রের মূল পাণ্ডা কৃষ্ণ শর্মা রয়েছেন ৷ সেখান থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটল, হার্ড ডিস্ক, বহু মোবাইল ও ল্যান্ড ফোন, প্রিন্টার ও ইন্টারনেট রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন: অনলাইন প্রতারণা চক্রে আন্তর্জাতিক যোগ, মালদা পুলিশের জালে নাইজেরিয়ান

জানা গিয়েছে, ওই ভুয়ো কল সেন্টারে প্রতারণা চক্র চালানো প্রত্যেক যুবক কমবেশি শিক্ষিত ৷ তা সত্ত্বেও এই প্রতারণা চক্রে কীভাবে জড়িয়ে পড়লেন তাঁরা, সেটাই ভাবাচ্ছে পুলিশ প্রশাসনকে ৷ এই ঘটনায় বিধাননগর কমিশনারেটের ডিসি বিশ্বজিৎ ঘোষ নিজে তদন্ত প্রক্রিয়ায় নজরদারি চালাচ্ছেন ৷ ওই ভুয়ো কল সেন্টার টিকে সিল করে দেওয়া হয়েছে ৷ মোট কতজনকে এভাবে প্রতারণার জালে ফাঁসিয়েছেন এবং কত টাকার প্রতারণা করেছে ধৃতেরা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.