ETV Bharat / state

Jadavpur University: রাজ্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং দল আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে - JU Student Death

যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছে রাজ্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল ৷ তাঁরা ঘটনাস্থল-সহ ক্যাম্পাস পরিদর্শন করে ছাত্র মৃত্যুর তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 3:13 PM IST

Updated : Aug 29, 2023, 3:36 PM IST

কলকাতা, 29 অগস্ট: আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে চলেছে রাজ্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং দল । রেজিস্ট্রেশন স্নেহমঞ্জু বসু জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর পর যে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার সেই কমিটির তিন সদস্য মঙ্গলবার আসতে চলেছে বিশ্ববিদ্যালয়ে । তাঁরা বিশ্ববিদ্যালয়ে এসে ক্যাম্পাস পরিদর্শন করবেন । তারপর ছাত্র মৃত্যুর তদন্তের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেবেন ।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অন্দরে এখনও সিসিটিভি বসানো নিয়ে ধোঁয়াশা রয়েছে । এই বিষয়ে রেজিস্ট্রার বলেন, "সিসিটিভি বসানোর বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে ফান্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে । পূর্ত দফতরকে দিয়ে যদি সিসিটিভির বিষয়টি করানো যায় সেটিও দেখা হচ্ছে । সেক্ষেত্রে ওয়েবেলের ওয়ার্ক অর্ডার তুলে নিতে হবে । যাবতীয় বিষয় এই মুহূর্তে আলোচনাসাপেক্ষ ৷ তবে অতি দ্রুত পদক্ষেপ করা হবে যাতে ক্যাম্পাস সিসিটিভি বসে যায় ।"

এদিকে বিশ্ববিদ্যালয় সিসিটিভি কত দিনে বসবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারলেন না উপাচার্য বুদ্ধদেব সাউ । তিনি জানিয়েছেন, ওয়ার্ক অর্ডার জারি হয়েছে । ওয়েবেল একটি রেপুটেড সংস্থা ৷ তাদেরকে যত দ্রুত সম্ভব সিসিটিভি বসাতে বলা হয়েছে । এই বিষয়ে আর্থিক সহায়তা রাজ্যের কাছে চাওয়া হয়েছে ৷ তা যদি না হয় তাহলে বিকল্প দেখতে হবে । স্টুডেন্টদের ফেলোশিপ থেকে কোনও টাকা এই ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে হবেও না ।

সোমবার বিকেলে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের তরফে উপাচার্যের কাছে প্রায় 10 জন ফেল করা পড়ুয়াকে পাস করানোর জন্য স্পেশাল সাপ্লির বিষয়ে আবেদন করা হয় । উপাচার্য জানিয়েছেন, নিয়মের বাইরে বেরিয়ে কোনও কিছু করা হবে না । কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে বিষয়টি পাঠানো হয়েছে অবজারভেশনের জন্য । তাঁরা ঠিক করবেন নিয়মের মধ্যে থেকে কি করণীয় । আগে যদি অন্যায়ভাবে কাউকে পাশ করানো হয়ে থাকে সেটা এখন একেবারেই হবে না । প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট নিয়ম থাকে, নিয়মের বাইরে কোনও কিছু হয় না । নিয়মের ঊর্ধ্বে কেউ নয় । নিয়ম মেনে যা করার সেটাই করা হবে ।

কলকাতা, 29 অগস্ট: আজই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে চলেছে রাজ্যের তৈরি ফ্যাক্ট ফাইন্ডিং দল । রেজিস্ট্রেশন স্নেহমঞ্জু বসু জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর পর যে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার সেই কমিটির তিন সদস্য মঙ্গলবার আসতে চলেছে বিশ্ববিদ্যালয়ে । তাঁরা বিশ্ববিদ্যালয়ে এসে ক্যাম্পাস পরিদর্শন করবেন । তারপর ছাত্র মৃত্যুর তদন্তের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেবেন ।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের অন্দরে এখনও সিসিটিভি বসানো নিয়ে ধোঁয়াশা রয়েছে । এই বিষয়ে রেজিস্ট্রার বলেন, "সিসিটিভি বসানোর বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের কাছে ফান্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে । পূর্ত দফতরকে দিয়ে যদি সিসিটিভির বিষয়টি করানো যায় সেটিও দেখা হচ্ছে । সেক্ষেত্রে ওয়েবেলের ওয়ার্ক অর্ডার তুলে নিতে হবে । যাবতীয় বিষয় এই মুহূর্তে আলোচনাসাপেক্ষ ৷ তবে অতি দ্রুত পদক্ষেপ করা হবে যাতে ক্যাম্পাস সিসিটিভি বসে যায় ।"

এদিকে বিশ্ববিদ্যালয় সিসিটিভি কত দিনে বসবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারলেন না উপাচার্য বুদ্ধদেব সাউ । তিনি জানিয়েছেন, ওয়ার্ক অর্ডার জারি হয়েছে । ওয়েবেল একটি রেপুটেড সংস্থা ৷ তাদেরকে যত দ্রুত সম্ভব সিসিটিভি বসাতে বলা হয়েছে । এই বিষয়ে আর্থিক সহায়তা রাজ্যের কাছে চাওয়া হয়েছে ৷ তা যদি না হয় তাহলে বিকল্প দেখতে হবে । স্টুডেন্টদের ফেলোশিপ থেকে কোনও টাকা এই ধরনের কাজে ব্যবহার করা হচ্ছে না, ভবিষ্যতে হবেও না ।

সোমবার বিকেলে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়নের তরফে উপাচার্যের কাছে প্রায় 10 জন ফেল করা পড়ুয়াকে পাস করানোর জন্য স্পেশাল সাপ্লির বিষয়ে আবেদন করা হয় । উপাচার্য জানিয়েছেন, নিয়মের বাইরে বেরিয়ে কোনও কিছু করা হবে না । কন্ট্রোলার অফ এক্সামিনেশনের কাছে বিষয়টি পাঠানো হয়েছে অবজারভেশনের জন্য । তাঁরা ঠিক করবেন নিয়মের মধ্যে থেকে কি করণীয় । আগে যদি অন্যায়ভাবে কাউকে পাশ করানো হয়ে থাকে সেটা এখন একেবারেই হবে না । প্রত্যেকটা জিনিসের একটি নির্দিষ্ট নিয়ম থাকে, নিয়মের বাইরে কোনও কিছু হয় না । নিয়মের ঊর্ধ্বে কেউ নয় । নিয়ম মেনে যা করার সেটাই করা হবে ।

আরও পড়ুন : মাদক রুখতে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসতে চলেছে বিশেষ যন্ত্র !

Last Updated : Aug 29, 2023, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.