ETV Bharat / state

ভারতীয় সেনাকে নিয়ে অসম্মানজনক পোস্ট, ধৃত বাংলাদেশি - bangladeshi-youth-arrested

ভারতীয় সেনাকে নিয়ে সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্টের জেরে নিউটাউন থেকে গ্রেপ্তার হল বাংলাদেশি যুবক ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 11, 2019, 6:14 AM IST

Updated : Aug 11, 2019, 1:38 PM IST

রাজারহাট, 11 অগাস্ট: ভারতীয় সেনাকে নিয়ে সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট । নিউটাউন থেকে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পরিচয়পত্র ।

শাহিনুর রহমান । বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । থাকে নিউটাউনে । এতদিন পর্যন্ত তার পরিচয় জানা ছিল না কারোর । সময়ে সময়ে নাম পরিবর্তন করত । কখনও নিজেকে পরিচয় দিত মুকুল শেখ হিসেবে আবার কখনও মুকুল হালদার । গতকাল নিউটাউনের গৌরাঙ্গনগর থেকে তাকে গ্রেপ্তারের পরই আসল পরিচয় জানতে পারে নিউটাউন পুলিশ ।

সম্প্রতি দেশ থেকে বিলোপ হয়েছে 370 ধারা । তার আগে থেকেই কাশ্মীরে মোতায়েন ছিল সেনাবাহিনী । 370 ধারা বিলোপের পর ভারতীয় সেনাকে নিয়ে অসম্মানজনক পোস্ট করে শাহিনুর । যা নিয়ে অভিযোগ দায়ের হয় । গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে । বাড়ি থেকে উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র । জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না তা জানতে জেরা করছে পুলিশ ।

পুলিশের তরফে জানানো হয়েছে, শাহিনুরের কাছ থেকে মুকুল শেখ ও মুকুল হালদার নামের একাধিক ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে । এছাড়াও বাজেয়াপ্ত করা হয় একটি বাংলাদেশের পাসপোর্ট, একটি আধার কার্ড, নিউটাউন-বাঁকুড়াসহ বিভিন্ন জায়গার ঠিকানা দেওয়া প্যান কার্ড ও ভোটার কার্ড । তার বিরুদ্ধে IPC-র 419, 420, 467, 468, 471, 120B ধারায় মামলা রুজু করা হয়েছে।

রাজারহাট, 11 অগাস্ট: ভারতীয় সেনাকে নিয়ে সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট । নিউটাউন থেকে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পরিচয়পত্র ।

শাহিনুর রহমান । বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । থাকে নিউটাউনে । এতদিন পর্যন্ত তার পরিচয় জানা ছিল না কারোর । সময়ে সময়ে নাম পরিবর্তন করত । কখনও নিজেকে পরিচয় দিত মুকুল শেখ হিসেবে আবার কখনও মুকুল হালদার । গতকাল নিউটাউনের গৌরাঙ্গনগর থেকে তাকে গ্রেপ্তারের পরই আসল পরিচয় জানতে পারে নিউটাউন পুলিশ ।

সম্প্রতি দেশ থেকে বিলোপ হয়েছে 370 ধারা । তার আগে থেকেই কাশ্মীরে মোতায়েন ছিল সেনাবাহিনী । 370 ধারা বিলোপের পর ভারতীয় সেনাকে নিয়ে অসম্মানজনক পোস্ট করে শাহিনুর । যা নিয়ে অভিযোগ দায়ের হয় । গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করে । বাড়ি থেকে উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র । জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত কি না তা জানতে জেরা করছে পুলিশ ।

পুলিশের তরফে জানানো হয়েছে, শাহিনুরের কাছ থেকে মুকুল শেখ ও মুকুল হালদার নামের একাধিক ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে । এছাড়াও বাজেয়াপ্ত করা হয় একটি বাংলাদেশের পাসপোর্ট, একটি আধার কার্ড, নিউটাউন-বাঁকুড়াসহ বিভিন্ন জায়গার ঠিকানা দেওয়া প্যান কার্ড ও ভোটার কার্ড । তার বিরুদ্ধে IPC-র 419, 420, 467, 468, 471, 120B ধারায় মামলা রুজু করা হয়েছে।

Intro:

রাজারহাট, ১০ আগস্ট: ভারতীয় সেনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিজনক পোস্ট করায় বাংলাদেশি এক যুবক কে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শাহিনুর রহমান। তার থেকে একাধিক ভুয়ো নামের ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা বলে জানা গিয়েছে। কি কারণে একাধিক নাম ব্যবহার করত ওই ধৃত ব্যক্তি খতিয়ে দেখছে পুলিশ।

Body:পুলিশ সূত্রের জানা গিয়েছে, ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীর নিয়ে আপত্তিজনক এক পোষ্ট করেন শাহিনুর রহমান নামে ওই ব্যক্তি। এর পরই ওই ব্যক্তিকে নিউটাউনের গোরাঙ্গনগর থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতের বাড়িতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় দুই নামের ভোটার কার্ড ও প্যান কার্ড আধার কার্ড। উদ্ধার হয় বাংলাদেশী ও ভারতীয় পাসপোর্ট। ধৃতের আসল নাম শাহিনুর রহমান হলেও সে মুকুল শেখ ও মুকুল হালদার নাম ব্যবহার করছিল। দুই নামের ক্ষেত্রে মুজিবর শেখ ও মতিলাল হালদার নামের পিতৃপরিচয় ব্যবহার করত ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে ধৃত যুবক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। ধৃত ব্যক্তি কোন সন্দেহজনক গতিবিধির সঙ্গে যুক্ত কি না খতিয়ে দেখছে পুলিশ।
Conclusion:
Last Updated : Aug 11, 2019, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.