ETV Bharat / state

TET Exam: টেট পরীক্ষার্থীদের জন্য মেট্রোর বাড়তি পরিষেবা - TET Exam Candidates

রবিবার অর্থাৎ 11 ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা। তাই ওই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোনও অসুবিধায় পড়তে না-হয় তাই বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে (Extra Metro Services)। শুক্রবার এমনটাই জানানো হয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষের (Metro Railway) তরফে।

Metro Services
টেট পরীক্ষার্থীদের জন্য মেট্রোর বাড়তি পরিষেবা
author img

By

Published : Dec 9, 2022, 10:19 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: 11 ডিসেম্বর অর্থাৎ রবিবার রাজ্যে টিচার এলিজেবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা (TET Exam)। প্রায় 7 লক্ষ পরীক্ষার্থীরা এই বছর পরীক্ষায় বসতে চলেছে। প্রায় 1 হাজার 400টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। তাই ওই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোনও অসুবিধায় পড়তে না-হয় তাই বাড়তি মেট্রো পরিষেবা (Extra Metro Services) দেওয়া হচ্ছে। শুক্রবার এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সাধারণত রবিবার ছুটির দিন বলে মেট্রোর পরিষেবা কম থাকলেও ওই দিন টেট পরীক্ষার জন্য 8টি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল। ওই দিন নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে সকাল থেকে বাড়তি 4টি আপ ও 4টি ডাউন অর্থাৎ মোট 8টি পরিষেবা চালানো হবে। পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই প্রতি 7 মিনিট অন্তর চালানো হবে মেট্রো। সাধারণত রবিবার দু'টি মেট্রোর মধ্যে 15 মিনিটের ব্যবধান থাকে।

আরও পড়ুন: রবিবার টেট পরীক্ষায় 120 টি অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি

দুপুরের দিকে 7 মিনিটের ও পরবর্তী দু'টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 10 মিনিটের। ওই দিন 138টি (69 আপ ও 69 ডাউন) পরিষেবা চলবে। কর্তৃপক্ষের তরফে আরও আশ্বস্ত করা হয়েছে যে বেশি ভিড় হলে প্রয়োজনে পরিষেবা বাড়ানো হবে। এছাড়াও প্রতিটি স্টেশনে পরীক্ষার ও তাঁদের বাড়ির লোকদের সাহায্যের জন্য মেট্রোর কর্মীরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি মহানায়ক উত্তম কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার, সুতানুটি, দমদম ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য বাড়তি মেট্রো কর্মীরা থাকবেন।

কলকাতা, 9 ডিসেম্বর: 11 ডিসেম্বর অর্থাৎ রবিবার রাজ্যে টিচার এলিজেবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা (TET Exam)। প্রায় 7 লক্ষ পরীক্ষার্থীরা এই বছর পরীক্ষায় বসতে চলেছে। প্রায় 1 হাজার 400টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। তাই ওই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোনও অসুবিধায় পড়তে না-হয় তাই বাড়তি মেট্রো পরিষেবা (Extra Metro Services) দেওয়া হচ্ছে। শুক্রবার এমনটাই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

সাধারণত রবিবার ছুটির দিন বলে মেট্রোর পরিষেবা কম থাকলেও ওই দিন টেট পরীক্ষার জন্য 8টি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল। ওই দিন নর্থ-সাউথ করিডোর বা ব্লু লাইনে সকাল থেকে বাড়তি 4টি আপ ও 4টি ডাউন অর্থাৎ মোট 8টি পরিষেবা চালানো হবে। পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই প্রতি 7 মিনিট অন্তর চালানো হবে মেট্রো। সাধারণত রবিবার দু'টি মেট্রোর মধ্যে 15 মিনিটের ব্যবধান থাকে।

আরও পড়ুন: রবিবার টেট পরীক্ষায় 120 টি অতিরিক্ত বাস চালাবে এনবিএসটিসি

দুপুরের দিকে 7 মিনিটের ও পরবর্তী দু'টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 10 মিনিটের। ওই দিন 138টি (69 আপ ও 69 ডাউন) পরিষেবা চলবে। কর্তৃপক্ষের তরফে আরও আশ্বস্ত করা হয়েছে যে বেশি ভিড় হলে প্রয়োজনে পরিষেবা বাড়ানো হবে। এছাড়াও প্রতিটি স্টেশনে পরীক্ষার ও তাঁদের বাড়ির লোকদের সাহায্যের জন্য মেট্রোর কর্মীরাও উপস্থিত থাকবেন। পাশাপাশি মহানায়ক উত্তম কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার, সুতানুটি, দমদম ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য বাড়তি মেট্রো কর্মীরা থাকবেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.