ETV Bharat / state

সোনালির কণ্ঠে মমতা স্তুতি, একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক

author img

By

Published : May 22, 2021, 6:00 PM IST

নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানী সোনালি তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে ৷ মাঝে মাত্র কয়েকমাস ৷ ফের পুরোনো দলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলেন খোলা চিঠি ৷ তাঁকে ক্ষমা করে দলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানালেন ৷ এই পরিস্থিতি ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক
একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিধায়ক

কলকাতা, 22 মে : একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন সোনালি গুহ ৷ তবে বিধানসভা নির্বাচনের আগে তাল কাটে সেই সম্পর্কে ৷ নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানী সোনালি তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে ৷ মাঝে মাত্র কয়েকমাস ৷ ফের পুরোনো দলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলেন খোলা চিঠি ৷ তাঁকে ক্ষমা করে দলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানালেন ৷ এই পরিস্থিতি ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

একান্ত সাক্ষাৎকারে সোনালি গুহ, ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে

প্রশ্ন:- বিজেপি কেন ছাড়তে চান ?

সোনালি :- নাথুরাম গডসের জন্মদিন বিজেপিতে পালন করা হয় আমি শুনেছিলাম ৷ তবে বিজেপিতে গিয়ে দেখলাম নাথুরাম গডসের জন্মদিন পালন করা হচ্ছে ফেসবুকে ৷ আমি গান্ধিবাদী মহিলা, সেই দলটার সঙ্গে আমি কীভাবে থকেতে পারি?

প্রশ্ন:- তার মানে কি বিজেপিতে মানিয়ে নিতে সমস্যা ?

সোনালি :- আমাকে বিজেপি পুরো ব্রাত্য করে রেখেছিল ৷ শুধুমাত্র কয়েকদিন প্রচার করিয়েছিল ৷ এটা আমার বিবেকে লেগেছে ৷

প্রশ্ন:- বিজেপিতে বিবেকের দংশনের কথা বলছেন ৷ কিন্তু কেন?

সোনালি :- সাম্প্রদায়িক হানাহানি, মুসলিমদের পক্ষে কিছু বলা যাবে না এটা বিজেপির নীতি ৷ এছাড়া ছিল একাধিক বাধ্যবাধকতা ৷ আমি সেটা মেনে নিতে পারিনি ৷ তাছাড়া বিজেপির নেতা-নেত্রীদের উদ্ধত্য এতটাই যে, ওঁরা ফোন ধরেন না ৷ নিজেদের মুখ্যমন্ত্রীর ভাবেন ৷

প্রশ্ন :- ফের তৃণমূলে ফিরতে চান কেন ?

সোনালি :- মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আমারও তেমন মমতাদি ছাড়া দম বন্ধ হয়ে আসছিল ৷ তাই আমি তৃণমূলে ফিরতে চাই ৷ এছাড়া নারদ কাণ্ডে চার নেতাকে গ্রেফতার করা পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধি ৷ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে বিজেপি এটা করেছে ৷ তখনই দিদির পাশে দাঁড়োনোর কথা ভেবেছিলাম ৷

প্রশ্ন:- বিজেপির টিকিট না পেয়েই কী পুরনো দলে ফিরতে চাইছেন?

সোনালি :- বিধানসভা টিকিটের জন্য বিজেপিতে যাইনি ৷ এটা ঠিক তৃণমূলের টিকিট না পেয়ে অভিমান হয়েছিল ৷ তবে বিজেপি জিতলেও এই সাম্প্রদায়িকতা থাকতই ৷

প্রশ্ন :- দিদির দলবদলুদের ফেরার কথা বলতেই কি এই সিদ্ধান্ত?

সোনালি :- জয়ের পর দিদি দলত্যাগীদের দলে ফেরার আহ্বান জানান ৷ 2 তারিখ থেকে আমি চিন্তা-ভাবনা করেছি ৷ এবং বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছি ৷ তবে এটা ফলাফল দেখে নয় ৷

কলকাতা, 22 মে : একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন সোনালি গুহ ৷ তবে বিধানসভা নির্বাচনের আগে তাল কাটে সেই সম্পর্কে ৷ নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানী সোনালি তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে ৷ মাঝে মাত্র কয়েকমাস ৷ ফের পুরোনো দলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিলেন খোলা চিঠি ৷ তাঁকে ক্ষমা করে দলে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানালেন ৷ এই পরিস্থিতি ইটিভি ভারতকে দিলেন একান্ত সাক্ষাৎকার ৷

একান্ত সাক্ষাৎকারে সোনালি গুহ, ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিরুদ্ধে

প্রশ্ন:- বিজেপি কেন ছাড়তে চান ?

সোনালি :- নাথুরাম গডসের জন্মদিন বিজেপিতে পালন করা হয় আমি শুনেছিলাম ৷ তবে বিজেপিতে গিয়ে দেখলাম নাথুরাম গডসের জন্মদিন পালন করা হচ্ছে ফেসবুকে ৷ আমি গান্ধিবাদী মহিলা, সেই দলটার সঙ্গে আমি কীভাবে থকেতে পারি?

প্রশ্ন:- তার মানে কি বিজেপিতে মানিয়ে নিতে সমস্যা ?

সোনালি :- আমাকে বিজেপি পুরো ব্রাত্য করে রেখেছিল ৷ শুধুমাত্র কয়েকদিন প্রচার করিয়েছিল ৷ এটা আমার বিবেকে লেগেছে ৷

প্রশ্ন:- বিজেপিতে বিবেকের দংশনের কথা বলছেন ৷ কিন্তু কেন?

সোনালি :- সাম্প্রদায়িক হানাহানি, মুসলিমদের পক্ষে কিছু বলা যাবে না এটা বিজেপির নীতি ৷ এছাড়া ছিল একাধিক বাধ্যবাধকতা ৷ আমি সেটা মেনে নিতে পারিনি ৷ তাছাড়া বিজেপির নেতা-নেত্রীদের উদ্ধত্য এতটাই যে, ওঁরা ফোন ধরেন না ৷ নিজেদের মুখ্যমন্ত্রীর ভাবেন ৷

প্রশ্ন :- ফের তৃণমূলে ফিরতে চান কেন ?

সোনালি :- মাছ যেমন জল ছাড়া বাঁচে না, আমারও তেমন মমতাদি ছাড়া দম বন্ধ হয়ে আসছিল ৷ তাই আমি তৃণমূলে ফিরতে চাই ৷ এছাড়া নারদ কাণ্ডে চার নেতাকে গ্রেফতার করা পুরোপুরি রাজনৈতিক অভিসন্ধি ৷ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে বিজেপি এটা করেছে ৷ তখনই দিদির পাশে দাঁড়োনোর কথা ভেবেছিলাম ৷

প্রশ্ন:- বিজেপির টিকিট না পেয়েই কী পুরনো দলে ফিরতে চাইছেন?

সোনালি :- বিধানসভা টিকিটের জন্য বিজেপিতে যাইনি ৷ এটা ঠিক তৃণমূলের টিকিট না পেয়ে অভিমান হয়েছিল ৷ তবে বিজেপি জিতলেও এই সাম্প্রদায়িকতা থাকতই ৷

প্রশ্ন :- দিদির দলবদলুদের ফেরার কথা বলতেই কি এই সিদ্ধান্ত?

সোনালি :- জয়ের পর দিদি দলত্যাগীদের দলে ফেরার আহ্বান জানান ৷ 2 তারিখ থেকে আমি চিন্তা-ভাবনা করেছি ৷ এবং বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছি ৷ তবে এটা ফলাফল দেখে নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.