ETV Bharat / state

Partha Chatterjee Injured: হাঁটতে গিয়ে হোঁচট ! প্রেসিডেন্সি জেলে পড়ে গিয়ে ঠোঁট কাটল পার্থর - পার্থ চট্টোপাধ্যায় আহত

প্রেসিডেন্সি জেলে পড়ে গিয়ে আহত পার্থ চট্টোপাধ্যায় । জানা গিয়েছে, হাঁটতে গিয়ে হঠাৎই পড়ে যান তিনি । তাতেই মুখে-বুকে চোট পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee Injured in Presidency Jail Custody)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 22, 2023, 5:42 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি: প্রেসিডেন্সি জেলে আহত পার্থ চট্টোপাধ্যায় । জানা গিয়েছে, গত সপ্তাহে শেষের দিকে আচমকা সংশোধনাগার চত্বরে হাঁটাহাঁটি করতে গিয়ে পড়ে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee Injured in Presidency Jail Custody) । তাতে তাঁর মুখে এবং বুকে চোট লাগে বলে সংশোধনাগার সূত্রে খবর । এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয় ।

এরপরই বুধবার এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক পার্থ চট্টোপাধ্যায়কে (Ex WB Education Minister Partha Chatterjee) দেখতে আসেন । যদিও প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট ভালো রয়েছেন । তাঁর যে প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল, তাতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন । তবে গোটা ঘটনাটি এতদিন পর কেন প্রকাশ্যে এল সেই নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে । এর কারণ, প্রেসিডেন্সি সংশোধনাগারে একাধিক কুখ্যাত জঙ্গি থেকে শুরু করে অপরাধীরা বন্দি রয়েছেন । ফলে তাদের কারও সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও গণ্ডগোল হয়েছিল কি না, সেই বিষয়েও ইতিমধ্যেই আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেশ কয়েকমাস আগে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে প্রায় সারারাত তল্লাশি অভিযানের পর তাঁকে অবশেষে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা (Ex WB Education Minister Partha Chatterjee arrested in Recruitment Scam) । তাঁর গ্রেফতারির পরেই ধীরে ধীরে একাধিক অজানা তথ্য সামনে আসতে থাকে । সামনে আসে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ক্যানসারের সঙ্গে তুলনা মদনের

এরপরেই অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের বিলাসবহুল আবাসনে এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ায় তাঁর পৈত্রিক ভিটেতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর কোটি কোটি টাকা উদ্ধার হয় । একই সঙ্গে বিপুল পরিমান সোনার গয়না উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । এরপর থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ।

কলকাতা, 22 ফেব্রুয়ারি: প্রেসিডেন্সি জেলে আহত পার্থ চট্টোপাধ্যায় । জানা গিয়েছে, গত সপ্তাহে শেষের দিকে আচমকা সংশোধনাগার চত্বরে হাঁটাহাঁটি করতে গিয়ে পড়ে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee Injured in Presidency Jail Custody) । তাতে তাঁর মুখে এবং বুকে চোট লাগে বলে সংশোধনাগার সূত্রে খবর । এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয় ।

এরপরই বুধবার এসএসকেএম হাসপাতালে বেশ কয়েকজন চিকিৎসক পার্থ চট্টোপাধ্যায়কে (Ex WB Education Minister Partha Chatterjee) দেখতে আসেন । যদিও প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় যথেষ্ট ভালো রয়েছেন । তাঁর যে প্রাথমিক চিকিৎসা করা হয়েছিল, তাতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন । তবে গোটা ঘটনাটি এতদিন পর কেন প্রকাশ্যে এল সেই নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে । এর কারণ, প্রেসিডেন্সি সংশোধনাগারে একাধিক কুখ্যাত জঙ্গি থেকে শুরু করে অপরাধীরা বন্দি রয়েছেন । ফলে তাদের কারও সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও গণ্ডগোল হয়েছিল কি না, সেই বিষয়েও ইতিমধ্যেই আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে বেশ কয়েকমাস আগে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে প্রায় সারারাত তল্লাশি অভিযানের পর তাঁকে অবশেষে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা (Ex WB Education Minister Partha Chatterjee arrested in Recruitment Scam) । তাঁর গ্রেফতারির পরেই ধীরে ধীরে একাধিক অজানা তথ্য সামনে আসতে থাকে । সামনে আসে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ক্যানসারের সঙ্গে তুলনা মদনের

এরপরেই অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের বিলাসবহুল আবাসনে এবং উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ায় তাঁর পৈত্রিক ভিটেতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযানের পর কোটি কোটি টাকা উদ্ধার হয় । একই সঙ্গে বিপুল পরিমান সোনার গয়না উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । এরপর থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.