ETV Bharat / state

Legal Action Against Chancellor: পুজোর পরেই আচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি প্রাক্তন উপাচার্যদের - Om Prakash Mishra

Legal Action Against Chancellor CV Anand Bose: পুজো পরেই আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন প্রাক্তন উপাচার্যরা ৷ দ্য এডুকেশনিস্ট ফোরামের তরফে রাজ্যপাল তথা আচার্যকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ৷ তা না হলে, মানহানির মামলা করা হবে বলে জানিয়েছে ওই ফোরাম ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 7:51 PM IST

কলকাতা, 8 অক্টোবর: পুজোর পরেই আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ! তাও আবার সরাসরি মানহানির মামলা ৷ এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ৷ তবে, একা ওমপ্রকাশ মিশ্র নন ৷ দ্য এডুকেশনিস্ট ফোরামের তরফে এই মানহানির মামলা করা হবে রাজ্যপালের বিরুদ্ধে ৷ পরোক্ষে যা ফের একবার রাজ্য এবং রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি প্রকোট করে তুললো ৷ উল্লেখ্য, রাজভবন থেকে সিভি আনন্দ বোস একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন ৷ সেখানে প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তার প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি ৷

তবে, এখনই মানহানির মামলা করা হচ্ছে না ৷ পুজো পর্যন্ত রাজ্যপাল তথা রাজ্য সরকারের অধিনস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যকে সময় দিচ্ছে দ্য এডুকেশনিস্ট ফোরাম ৷ তার মধ্যে আচার্য আনন্দ বোসকে প্রকাশ্যে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে ফোরামের তরফে ৷ তা না-হলে, পুজোর পর কঠোর আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

এ নিয়ে ওমপ্রকাশ মিশ্র হুঁশিয়ারির সুরে বলেন, “উনি যেহেতু আচার্য, তাই আইনি নোটিশকে কার্যান্বিত করার সময় এলেও এখনও করিনি ৷ আমরা স্থির করেছি, উনি যদি জনসমক্ষে দুঃখপ্রকাশ করেন, তাহলে মামলার বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে ৷ যদি তিনি তা না-করেন, তাহলে আমরা ধরে নেব উনি মীমাংসা চান না ৷ আর তাহলে কিন্তু আমরা আইনি প্রক্রিয়া শুরু করব ৷”

আরও পড়ুন: 144 ধারার মধ্যে মঞ্চ বেঁধে কীভাবে অভিষেকদের ধরনা ? মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

আরেক প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা প্রথম থেকেই বলছিলাম, আচার্য বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করছেন ৷ উনি আসলে যথেচ্ছাচার করেছেন ৷ সুপ্রিম কোর্টের সেটাই প্রতিষ্ঠিত হতে চলেছে ৷”

সম্প্রতি আচার্য সিভি আনন্দ বোস রাজভবন থেকে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন ৷ যেখানে প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তার পরেই আচার্যের বলা কথা নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন উপাচার্যরা ৷ প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং প্রত্যেককে জরিমানা হিসেবে 50 লক্ষ টাকা দেওয়ার আইনি চিঠি রাজভবনে পাঠিয়েছিল এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা ৷ তবে, সেই আইনি চিঠির কোনও সদুত্তর মেলেনি ৷ তাই এবার আরও কড়া পদক্ষেপের দিকে এগোনোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যে প্রাক্তন উপাচার্যরা ৷

কলকাতা, 8 অক্টোবর: পুজোর পরেই আচার্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ! তাও আবার সরাসরি মানহানির মামলা ৷ এমনই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র ৷ তবে, একা ওমপ্রকাশ মিশ্র নন ৷ দ্য এডুকেশনিস্ট ফোরামের তরফে এই মানহানির মামলা করা হবে রাজ্যপালের বিরুদ্ধে ৷ পরোক্ষে যা ফের একবার রাজ্য এবং রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি প্রকোট করে তুললো ৷ উল্লেখ্য, রাজভবন থেকে সিভি আনন্দ বোস একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেছিলেন ৷ সেখানে প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তার প্রেক্ষিতেই এই হুঁশিয়ারি ৷

তবে, এখনই মানহানির মামলা করা হচ্ছে না ৷ পুজো পর্যন্ত রাজ্যপাল তথা রাজ্য সরকারের অধিনস্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যকে সময় দিচ্ছে দ্য এডুকেশনিস্ট ফোরাম ৷ তার মধ্যে আচার্য আনন্দ বোসকে প্রকাশ্যে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে ফোরামের তরফে ৷ তা না-হলে, পুজোর পর কঠোর আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

এ নিয়ে ওমপ্রকাশ মিশ্র হুঁশিয়ারির সুরে বলেন, “উনি যেহেতু আচার্য, তাই আইনি নোটিশকে কার্যান্বিত করার সময় এলেও এখনও করিনি ৷ আমরা স্থির করেছি, উনি যদি জনসমক্ষে দুঃখপ্রকাশ করেন, তাহলে মামলার বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে ৷ যদি তিনি তা না-করেন, তাহলে আমরা ধরে নেব উনি মীমাংসা চান না ৷ আর তাহলে কিন্তু আমরা আইনি প্রক্রিয়া শুরু করব ৷”

আরও পড়ুন: 144 ধারার মধ্যে মঞ্চ বেঁধে কীভাবে অভিষেকদের ধরনা ? মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের

আরেক প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা প্রথম থেকেই বলছিলাম, আচার্য বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করছেন ৷ উনি আসলে যথেচ্ছাচার করেছেন ৷ সুপ্রিম কোর্টের সেটাই প্রতিষ্ঠিত হতে চলেছে ৷”

সম্প্রতি আচার্য সিভি আনন্দ বোস রাজভবন থেকে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন ৷ যেখানে প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তার পরেই আচার্যের বলা কথা নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন উপাচার্যরা ৷ প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং প্রত্যেককে জরিমানা হিসেবে 50 লক্ষ টাকা দেওয়ার আইনি চিঠি রাজভবনে পাঠিয়েছিল এডুকেশনিস্ট ফোরামের সদস্যরা ৷ তবে, সেই আইনি চিঠির কোনও সদুত্তর মেলেনি ৷ তাই এবার আরও কড়া পদক্ষেপের দিকে এগোনোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যে প্রাক্তন উপাচার্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.