ETV Bharat / state

Presidency University: প্রেসি'তে নিষিদ্ধ প্রেম ! কর্তৃপক্ষের 'আজব' নিয়মে ফুঁসছেন প্রাক্তনীরাও - Presidency University

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন নিয়মের তীব্র বিরোধীতা করছেন প্রাক্তনীরা । তাদের কথায়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তাভাবনা ছিল তা নষ্ট করা হচ্ছে । এর বিরোধীতা করে বর্তমান পড়ুয়ারা যে কর্মসূচি নেবে তার পাশে থাকবেন প্রাক্তনীরাও ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 24, 2023, 11:04 PM IST

কলকাতা, 24 জুন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, শহর কলকাতার অতি প্রাচীন এবং অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় । কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক । তাই এবার প্রাক্তনীদের মতামত জানতে চাইল বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্যরা । বেশ কিছু মাস ধরেই ছাত্র নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছিল এসএফআইকে । তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে কোনও রকম কথা না-বলে বেশ কিছু নিয়মাবলী জারি করেছে । তার মধ্যে অন্যতম হল যুগলের প্রেম । বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেউ প্রেম করতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও সমাজের বিশিষ্টদের কাছ থেকে এই নিয়মের বিষয়ে তাঁদের মতামত জানতে চাইছে এসএফআই । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন নিয়মের তীব্র বিরোধীতা করছেন প্রাক্তনীরা । ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র অনীক বিশ্বাস বলেন, "এই ভাবনা 2016 সাল থেকেই । যারা ছাত্র রাজনীতি করত তাঁদের নম্বর কমিয়ে দেওয়া হত । এবার তাতে সরাসরি হস্তক্ষেপ । এর তীব্র বিরোধীতা করছি । কর্তৃপক্ষ বলছে ন্যাক (NAAC) রাঙ্কিং এর জন্য এইগুলো দরকার ! আমাদের মনে হয় এই নিয়ম জারি না-করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিভাবে আরও উন্নত করা যায় তা নজর দেওয়া উচিত ।" একই সুর শোনা যায় আরেক প্রাক্তনী তন্ময় সরকারের গলায় । তিনি জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তাভাবনা ছিল তা নষ্ট করা হচ্ছে । এর বিরোধীতা করে বর্তমান পড়ুয়ারা যে কর্মসূচি নেবে তার পাশে থাকবেন প্রাক্তনীরাও ।

তবে শুধু প্রেম নয়, ছাত্র রাজনীতির যে ইতিহাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাতেও নজর দিয়েছে কর্তৃপক্ষ । দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনও রকমের মিটিং, মিছিল বা জমায়েত ও স্লোগানিং করা যাবে না । পাশাপাশি যেখানে সেখানে আইকার্ড দেখতে চাইলে তা দেখাতে বাধ্য হতে হবে । নতুবা তাঁর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইতিমধ্যেই এর বিরোধীতা করে কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়েছে এসএফআই । আগামী সোমবার ফের তারা প্রতিবাদ জানাবে ।

আরও পড়ুন: 9 বছর পর আবার প্রকাশিত হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পত্রিকা

কলকাতা, 24 জুন: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, শহর কলকাতার অতি প্রাচীন এবং অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় । কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক । তাই এবার প্রাক্তনীদের মতামত জানতে চাইল বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্যরা । বেশ কিছু মাস ধরেই ছাত্র নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছিল এসএফআইকে । তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের সঙ্গে কোনও রকম কথা না-বলে বেশ কিছু নিয়মাবলী জারি করেছে । তার মধ্যে অন্যতম হল যুগলের প্রেম । বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেউ প্রেম করতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও সমাজের বিশিষ্টদের কাছ থেকে এই নিয়মের বিষয়ে তাঁদের মতামত জানতে চাইছে এসএফআই । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন নিয়মের তীব্র বিরোধীতা করছেন প্রাক্তনীরা । ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র অনীক বিশ্বাস বলেন, "এই ভাবনা 2016 সাল থেকেই । যারা ছাত্র রাজনীতি করত তাঁদের নম্বর কমিয়ে দেওয়া হত । এবার তাতে সরাসরি হস্তক্ষেপ । এর তীব্র বিরোধীতা করছি । কর্তৃপক্ষ বলছে ন্যাক (NAAC) রাঙ্কিং এর জন্য এইগুলো দরকার ! আমাদের মনে হয় এই নিয়ম জারি না-করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা কিভাবে আরও উন্নত করা যায় তা নজর দেওয়া উচিত ।" একই সুর শোনা যায় আরেক প্রাক্তনী তন্ময় সরকারের গলায় । তিনি জানান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চিন্তাভাবনা ছিল তা নষ্ট করা হচ্ছে । এর বিরোধীতা করে বর্তমান পড়ুয়ারা যে কর্মসূচি নেবে তার পাশে থাকবেন প্রাক্তনীরাও ।

তবে শুধু প্রেম নয়, ছাত্র রাজনীতির যে ইতিহাস প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাতেও নজর দিয়েছে কর্তৃপক্ষ । দেশের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনও রকমের মিটিং, মিছিল বা জমায়েত ও স্লোগানিং করা যাবে না । পাশাপাশি যেখানে সেখানে আইকার্ড দেখতে চাইলে তা দেখাতে বাধ্য হতে হবে । নতুবা তাঁর বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ইতিমধ্যেই এর বিরোধীতা করে কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়েছে এসএফআই । আগামী সোমবার ফের তারা প্রতিবাদ জানাবে ।

আরও পড়ুন: 9 বছর পর আবার প্রকাশিত হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পত্রিকা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.