ETV Bharat / state

EVP বাধ্যতামূলক নয়, NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই : সুদীপ জৈন

author img

By

Published : Oct 16, 2019, 10:43 PM IST

Updated : Oct 17, 2019, 12:48 PM IST

EVP নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক ও আশঙ্কা । বিষয়টি খতিয়ে দেখতে কলকাতায় আসেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । সাংবাদিকদের মুখোমুখি হয়ে EVP নিয়ে সমস্ত বিতর্কের অবসান করলেন সুদীপ জৈন ।

সুদীপ জৈন

কলকাতা, 16 অক্টোবর : ভোটার তথ্য যাচাই কর্মসূচি (EVP) নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই । এই কর্মসূচির সঙ্গে নাগরিক পঞ্জিকরণের কোনও সম্পর্ক নেই । আজ কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । পাশাপাশি তিনি জানান, EVP বাধ্যতামূলক নয় ।

1 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ভোটারদের তথ্য যাচাই বা ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছিল কমিশন । এই কর্মসূচির মাধ্যমে দেশের ভোটাররা নিজেদের তথ্য যাচাই করতে পারেন । www.nvsp.in ওয়েবসাইটে তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হয় ভোটারকে । সেই তালিকায় ছিল প্যান কার্ড, আধার কার্ড-সহ একাধিক নথি । তার জন্য প্রথমে ওয়েবসাইটে করতে হচ্ছে রেজিস্ট্রেশন । দিতে হবে ফোন নম্বর । সেই নম্বরে পাঠানো হবে একটি OTP । সেটির মাধ্যমেই হবে রেজিস্ট্রেশন । কিন্তু এর মাঝেই এই কর্মসূচি নিয়ে শুরু হয় নানা বিতর্ক ও আশঙ্কা । কিছু মানুষ তথ্য যাচাইয়ের জন্য রেজিস্ট্রেশন করার সময় সমস্যায় পড়ছেন । অভিযোগ উঠছে, বারবার চেষ্টা করেও আসছে না OTP । আবার কিছু ক্ষেত্রে OTP এলেও সেটি কাজ করছে না । আবার কিছু ভোটার NRC-র ভয়ে খাওয়াদাওয়া ভুলে ইতিমধ্যে সাইবার ক্যাফেতে লাইন দিয়ে রয়েছেন ।

ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনর বক্তব্য

আজ বিষয়টি খতিয়ে দেখতে কলকাতায় আসেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে কর্তাদের সঙ্গে বৈঠক করেন । সেখানে হাজির ছিলেন উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও হাওড়ার জেলাশাসক । পাশাপাশি অন্যান্য জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো সম্মেলনে বৈঠক করেন । বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে EVP নিয়ে সমস্ত বিতর্কের অবসান করলেন সুদীপ জৈন । স্পষ্ট জানিয়ে দেন, EVP বাধ্যতামূলক নয় । একইসঙ্গে জানান, আতঙ্কের কোনও কারণ নেই । এর সঙ্গে নাগরিক পঞ্জিকরণের কোনও সম্পর্ক নেই ।

কলকাতা, 16 অক্টোবর : ভোটার তথ্য যাচাই কর্মসূচি (EVP) নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই । এই কর্মসূচির সঙ্গে নাগরিক পঞ্জিকরণের কোনও সম্পর্ক নেই । আজ কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে ETV ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । পাশাপাশি তিনি জানান, EVP বাধ্যতামূলক নয় ।

1 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ভোটারদের তথ্য যাচাই বা ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছিল কমিশন । এই কর্মসূচির মাধ্যমে দেশের ভোটাররা নিজেদের তথ্য যাচাই করতে পারেন । www.nvsp.in ওয়েবসাইটে তথ্য যাচাইয়ের সময় বিভিন্ন নথি অনলাইনে দাখিল করতে হয় ভোটারকে । সেই তালিকায় ছিল প্যান কার্ড, আধার কার্ড-সহ একাধিক নথি । তার জন্য প্রথমে ওয়েবসাইটে করতে হচ্ছে রেজিস্ট্রেশন । দিতে হবে ফোন নম্বর । সেই নম্বরে পাঠানো হবে একটি OTP । সেটির মাধ্যমেই হবে রেজিস্ট্রেশন । কিন্তু এর মাঝেই এই কর্মসূচি নিয়ে শুরু হয় নানা বিতর্ক ও আশঙ্কা । কিছু মানুষ তথ্য যাচাইয়ের জন্য রেজিস্ট্রেশন করার সময় সমস্যায় পড়ছেন । অভিযোগ উঠছে, বারবার চেষ্টা করেও আসছে না OTP । আবার কিছু ক্ষেত্রে OTP এলেও সেটি কাজ করছে না । আবার কিছু ভোটার NRC-র ভয়ে খাওয়াদাওয়া ভুলে ইতিমধ্যে সাইবার ক্যাফেতে লাইন দিয়ে রয়েছেন ।

ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনর বক্তব্য

আজ বিষয়টি খতিয়ে দেখতে কলকাতায় আসেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে কর্তাদের সঙ্গে বৈঠক করেন । সেখানে হাজির ছিলেন উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলাশাসক ও হাওড়ার জেলাশাসক । পাশাপাশি অন্যান্য জেলাশাসকের সঙ্গে ভিডিয়ো সম্মেলনে বৈঠক করেন । বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে EVP নিয়ে সমস্ত বিতর্কের অবসান করলেন সুদীপ জৈন । স্পষ্ট জানিয়ে দেন, EVP বাধ্যতামূলক নয় । একইসঙ্গে জানান, আতঙ্কের কোনও কারণ নেই । এর সঙ্গে নাগরিক পঞ্জিকরণের কোনও সম্পর্ক নেই ।

Intro:কলকাতা, 16 অক্টোবর: নির্বাচক তথ্য যাচাই(EVP) বাধ্যতামূলক নয়। এনআরসি বা নাগরিক পঞ্জির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আজ কলকাতায় এসে ইটিভি ভারতকে সাফ জানিয়ে দিলেন দেশের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন।


Body:তবে নির্বাচক তথ্য যাচাই করা থাকলে ভোটারদের সুবিধা হতে পারে। এমনটাই জানালেন তিনি। ফলে ভোটার লিস্ট সঙ্গে আধার কার্ড এবং অন্যান্য যে ক'টি ডকুমেন্ট লিঙ্ক করতে বলা হয়েছে এবং তার জেরে যে আশঙ্কা তৈরি হয়েছে তাতে জল ঢেলে দিলেন সুদীপ।



Conclusion:
Last Updated : Oct 17, 2019, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.