ETV Bharat / state

Every Prisoners Document: প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দির নথি ডিজিটালাইজেশন - Prisoners Document In The Presidency Correctional Institution

প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রত্যেক বন্দির নথি এবার ডিজিটালাইজেশন হবে (Every Prisoners Document) ।

Every Prisoners Document
প্রত্যেক বন্দির নথি হবে ডিজিটালাইজেশন
author img

By

Published : Mar 9, 2022, 10:55 PM IST

কলকাতা, 9 মার্চ: এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রত্যেক বন্দির নথি অনলাইনে নথিভূক্তকরণ বা ডিজিটালাইজেশনের মাধ্যমে করার বন্দোবস্ত করা হচ্ছে । প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, সংশোধনাগারের প্রত্যেক বন্দির নথি ডিজিটালাইজেশন করা হলে অনেক ক্ষেত্রেই পুরনো বন্দিদের নথি চটজলদি বার করতে সুবিধা হবে । পাশাপাশি নথি বা কোন বন্দির তথ্য বিকৃতি হওয়ার হাত থেকে বাঁচানো যাবে (Every Prisoners Document)।

আরও পড়ুন: Mamata Slams BJP : "আমরা কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করি না", বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার

দেশের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের নথি ডিজিটালাইজেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয় । প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, খুব শীঘ্রই এই ব্যবস্থা বাস্তবায়িত করা হবে । কিন্তু এত সংখ্যক বন্দির সমস্ত নথি, সেই সমস্ত নথি গুলিকে একত্রিত করে অনলাইনের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের করা সময়সাপেক্ষ ব্যাপার ।

প্রেসিডেন্সি সংশোধনাগারের এক আধিকারিকের কথায়, যদি সংশোধনাগারের কোনও বন্দি নিখোঁজ থাকে বা সে কোন বছরে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছিল ? কোন ঘটনায় বন্দি সাজা প্রাপ্ত ? বা সাজা ঘোষণা হবে ? সে সমস্ত ফাইল একত্রিত করে তারপরেই এতদিনে কাজ করা হত । যেটি অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার । তাছাড়াও বন্দিদের তথ্য বিকৃতি হওয়ার সম্ভাবনা ছিল । তবে গোটা ব্যাপারটি ডিজিটালাইজেশন হলে তথ্য বিকৃতির কোন সম্ভাবনা থাকবে না (Document Will Be Digitized)।

কলকাতা, 9 মার্চ: এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রত্যেক বন্দির নথি অনলাইনে নথিভূক্তকরণ বা ডিজিটালাইজেশনের মাধ্যমে করার বন্দোবস্ত করা হচ্ছে । প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, সংশোধনাগারের প্রত্যেক বন্দির নথি ডিজিটালাইজেশন করা হলে অনেক ক্ষেত্রেই পুরনো বন্দিদের নথি চটজলদি বার করতে সুবিধা হবে । পাশাপাশি নথি বা কোন বন্দির তথ্য বিকৃতি হওয়ার হাত থেকে বাঁচানো যাবে (Every Prisoners Document)।

আরও পড়ুন: Mamata Slams BJP : "আমরা কৃষকদের গাড়িচাপা দিয়ে মারার চেষ্টা করি না", বিধানসভায় বিজেপিকে আক্রমণ মমতার

দেশের বিভিন্ন সংশোধনাগারে বন্দিদের নথি ডিজিটালাইজেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয় । প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর, খুব শীঘ্রই এই ব্যবস্থা বাস্তবায়িত করা হবে । কিন্তু এত সংখ্যক বন্দির সমস্ত নথি, সেই সমস্ত নথি গুলিকে একত্রিত করে অনলাইনের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের করা সময়সাপেক্ষ ব্যাপার ।

প্রেসিডেন্সি সংশোধনাগারের এক আধিকারিকের কথায়, যদি সংশোধনাগারের কোনও বন্দি নিখোঁজ থাকে বা সে কোন বছরে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছিল ? কোন ঘটনায় বন্দি সাজা প্রাপ্ত ? বা সাজা ঘোষণা হবে ? সে সমস্ত ফাইল একত্রিত করে তারপরেই এতদিনে কাজ করা হত । যেটি অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার । তাছাড়াও বন্দিদের তথ্য বিকৃতি হওয়ার সম্ভাবনা ছিল । তবে গোটা ব্যাপারটি ডিজিটালাইজেশন হলে তথ্য বিকৃতির কোন সম্ভাবনা থাকবে না (Document Will Be Digitized)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.